OrdinaryITPostAd

শিক্ষার্থীদের দক্ষতার সাথে পড়াশোনার জন্য সেরা ২১ টি অ্যাপ

আপনি কি পড়ালেখা নিয়ে চিন্তিত? কিছুতেই পড়াশোনায় মন বসাতে পারছেন না? দিনের বেশিরভাগ সময় অনলাইনে ব্যয় করছেন? তাহলে এই আর্টিকেলটি একবার পড়ে দেখুন। এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন স্মার্টফোন ব্যবহার করে কিভাবে খুব সুন্দর ভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করা যায়। এই আর্টিকেলে কিছু অ্যাপস এর কথা বলা হয়েছে যেগুলো আপনাকে পড়াশোনায় সাহায্য করতে পারে। তাই ধৈর্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
পড়াশোনার জন্য সেরা অ্যাপস
এছাড়াও এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কোন কোন অ্যাপস ব্যবহার করে নতুন কোন ভাষা শেখা যায়। স্মার্ট ফোনের সাহায্যে পড়ালেখা করতে যেসব অ্যাপ আপনাকে সাহায্য করবে সেই সকল অ্যাপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।

ভূমিকা

বাংলা একটি কথা আছে যে, "শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ"। প্রতিটা মানুষই জীবনের কোন না কোন সময় এই কথাটি শুনে থাকবেন। যদিও আমি এই কথাটি অস্বীকার করি না তবুও আসেন সত্যটা জেনে নিই। পড়াশোনা মাঝে মাঝে বিরক্তিকর হতে পারে। এজন্য আপনাকে কঠোরভাবে পড়াশোনায় মনোযোগ না দিয়ে কিভাবে স্মার্ট ভাবে পড়াশোনা করা যায় সেদিকে মনোযোগ দেয়া উচিত।

যাই হোক, এই পদ্ধতি একটি প্রশ্ন বয়ে আনে যে, কিভাবে স্মার্টভাবে পড়াশোনা করা যায়? যদিও স্মার্টফোন পড়াশোনা করার অনেকগুলো উপায় রয়েছে। তবে আমি যা পছন্দ করি তা হল আমার স্মার্টফোনে পড়াশোনা সংক্রান্ত অ্যাপ ব্যবহার করা। তবে এই কাজটি তখনই সম্ভব হবে যখন আপনি অন্য কোন অ্যাপ দ্বারা প্রতারিত না হয়ে সেগুলো ব্যবহার করতে পারবেন।

আপনি যদি ভেবে থাকেন কোন সেই অ্যাপস গুলি? তাহলে শিক্ষার্থীদের দক্ষতার সাথে পড়াশোনায় সাহায্য করা ২১ টি অ্যাপস নিয়ে এই আর্টিকেলটি লিখা হয়েছে। নিচে আমরা বিভিন্ন ধরনের পড়াশোনায় সাহায্যকারী অ্যাপস এর তালিকা তৈরি করেছি। যেমন নোট টেকিং, অ্যাপ ব্লকার অ্যাপস, প্লানার অ্যাপস এবং আরো অনেক কিছু। যেগুলো আপনাকে পড়াশোনায় সাহায্য করবে।

অ্যাপ ব্লকার অ্যাপস

যেমনটি আমি আগেই উল্লেখ করেছি যে আপনার স্মার্টফোনে পড়ালেখায় সাহায্যকারী অ্যাপ গুলি ব্যবহার করা তখনই সার্থক হবে যখন আপনি অন্যান্য অ্যাপ থেকে বিভ্রান্ত হবেন না। আমি জানি এটি করার থেকে বলা অনেক সহজ। যদি আপনি এই নিয়ম মেনে চলা কঠিন মনে করেন তবে আপনাকে সাহায্য করার জন্য আপনি কিছু অ্যাপ ব্লকার অ্যাপ ব্যবহার করতে পারেন। এতে করে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু অ্যাপস বন্ধ করে রাখতে পারেন। আপনাকে সাহায্য করার জন্য এখানে সেরা একটি দেয়া হয়েছে যে এই কাজটি করতে পারে।

Stay Focused

স্মার্টফোনের সকল অ্যাপসকে বন্ধ করে দেওয়াই Stay Focused অ্যাপসের মূল কাজ। এতে করে আপনি পড়াশোনা সময় মনোযোগী থাকতে পারবেন এবং আপনার স্মার্টফোনের অন্যান্য অ্যাপস দ্বারা বিভ্রান্ত হবেন না। এই অ্যাপসটি আপনার স্মার্টফোনের সমস্ত অ্যাপকে ব্লক করতে সক্ষম যদি না আপনি সেগুলিকে হোয়াইট লিস্টের তালিকাভুক্ত না করেন। এই অ্যাপের মাধ্যমে আপনার স্মার্টফোনের অ্যাপস গুলো দিন/ঘন্টা হিসেবেও ব্যবহার করতে পারবেন।

এতে করে নির্দিষ্ট সময় পর আপনার স্মার্টফোনের অ্যাপসগুলো ব্লক হয়ে যাবে। এই অ্যাপসের মাধ্যমে আপনি আরো জানতে পারবেন স্মার্টফোনের কোন অ্যাপে আপনি সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন। এছাড়াও এই অ্যাপের আরেকটি সুবিধা হল যখন আপনি ব্লক করা অ্যাপ ব্যবহার করবেন তখন এটি একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে এবং আপনার অগ্রধিকার গুলো পুনরায় বিবেচনা করতে সাহায্য করবে।

যদিও আপে দেয়া বেশিভাগ ফিচারগুলো ফ্রিতে ব্যবহার করা যায় তবে প্রিমিয়াম ব্যবহারকারীরা বিভিন্ন মোডে অ্যাক্সেস পেয়ে থাকেন যা তাদের অ্যাপস ব্যবহারে আরো ভালো নিয়ন্ত্রণ পেতে সাহায্য করে। আপনি যদি ইনস্টাগ্রাম এর মত সোশ্যাল মিডিয়া অ্যাপ গুলি দ্বারা বিভ্রান্ত হয়ে থাকেন তবে এই Stay Focused অ্যাপটি আপনাকে খুব ভালো হবে সাহায্য করবে এবং একটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করা তো শিক্ষার্থীর জন্য এই অ্যাপসটি আবশ্যক।

তবে যদি আপনি পিক্সেল ডিভাইস ব্যবহার করে থাকেন তবে আপনার এই অ্যাপসের দরকার নেই। কেননা আপনি গুগলের ওয়েলবিং অ্যাপের অ্যাক্সেস পেয়ে থাকেন যা মূলত একই কাজ করে। iOS ব্যবহারকারীরাও স্ক্রিন টাইমারের সাথে একই ধরনের উপকারিতা পেয়ে থাকেন। তবে অ্যাপ স্টোরে অন্য কোন অ্যাপস নেই যারা এই ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

AppBlock

এটি একটি অসাধারণ অ্যাপস হওয়া সত্ত্বেও AppBlock একটি নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপসগুলোকে ব্লক করে থাকে। এই অ্যাপসের সাহায্যে আপনি আপনার স্মার্টফোনের কোন অ্যাপস সচল থাকবে এবং কোন অ্যাপস ব্লক করা থাকবে তা নির্দেশ করে দিতে পারেন এবং তার সময় উল্লেখ করে দিতে পারেন। এমনকি এই অ্যাপসের সাহায্যে ব্লক করা অ্যাপস এর নোটিফিকেশনও ব্লক করতে পারেন। এই ব্লক করা নোটিফিকেশনগুলো পরবর্তীতে "Blocked Notifications" সেকশনে দেখতে পাবেন।

এই অ্যাপসটি তখনই কাজ করবে যখন এই অ্যাপসটি ওপেন থাকবে। যেহেতু সবকিছু এই অ্যাপসের মাধ্যমেই করা হচ্ছে তাই খুব সহজে এই অ্যাপসটি বন্ধ করা যাবে এবং ব্লক করা অ্যাপস গুলো ব্যবহার করা যাবে। তবে এই অ্যাপসে আপনি প্রোফাইল গুলোকে লক করতে পারবেন এবং এটি তখনই খোলা সম্ভব হবে যখন এটি কোন পাওয়ার সোর্সের সাথে সংযুক্ত থাকবে। এই অ্যাপটি আরও সুরক্ষিত করতে আপনি এই অ্যাপসে পিন কোড ব্যবহার করতে পারবেন।

এই অ্যাপসের পূর্ণ সুবিধা পেতে গেলে আপনাকে এর প্রো ভার্সনটি কিনে নিতে হবে। এতে আপনি তিনটার বেশি প্রোফাইল খুলতে পারবেন, সমস্ত ব্লক করা নোটিফিকেশন সংরক্ষণ করতে পারবেন, আনলিমিটেড সময়ের ব্যবধান ও আনলিমিটেড অ্যাপস সংযোগ করতে পারবেন। এমনকি আপনি বিজ্ঞাপন রিমুভ করতে পারবেন।

সেরা পরিকল্পনাকারী অ্যাপস

একবার আপনার বিভ্রান্তকারী অ্যাপস গুলো ব্লক হয়ে গেলে আপনি খুব দক্ষতার সাথে পড়াশোনা করার জন্য স্মার্টফোন ব্যবহার করতে পারেন। দক্ষতার সাথে পড়াশোনা করার জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা। এমন কিছু অ্যাপস আছে যেগুলো আপনার পড়াশোনার সময়সূচী পরিকল্পনা করতে সাহায্য করবে। যাতে করে আপনার কোন ক্লাস বা পরীক্ষায় পড়াশোনা করতে দেরি হয়ে না যায়। এখানে বেশ কয়েকটি অ্যাপস আছে যেগুলো এই কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন।

myHomework Student Planner

myHomework Student Planner হলো একটি সেরা পরিকল্পনাকারী অ্যাপ যা একজন শিক্ষার্থী হয়ে আপনি ব্যবহার করতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার বাড়ির কাজ এবং ক্লাসের সময়সূচি এক জায়গায় সংরক্ষণ করতে পারেন। আপনি এই অ্যাপে আপনার ক্লাসের নাম যোগ করতে পারেন যাতে করে আপনাকে বারবার ক্লাসের সময়সূচী টাইপ করতে না হয়। এছাড়াও আপনি পরীক্ষা, পড়াশোনা, ল্যাব, প্রজেক্ট ইত্যাদি একটি তালিকার মাধ্যমে অন্তর্ভুক্ত করতে পারেন এবং সেগুলোতে তারিখও সেট করতে পারেন।

আপনার হোম ওয়ার্কের গুরুত্বের ভিত্তি করে হোমওয়ার্ক গুলো সাজাতে পারেন।আপনি যদি এই অ্যাপসে একটি অ্যাকাউন্ট খুলেন তবে আপনি অনেক দরকারি ফিচারের অ্যাক্সেস পেয়ে যাবেন। যারা নতুন শুরু করছেন তাদের জন্য myHomework Student Planner cross-platform synchronization সমর্থন করে এবং তা আপনাকে যে কোন জায়গা থেকে ডাটা অ্যাক্সেস করতে সমর্থন করে।

আপনি সাইন ইন করার সময় আপনার হোম ওয়ার্কের ফাইল গুলো সংযুক্ত করতে পারেন। একবার আপনার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে আপনি সেই জায়গায় অনেকক্ষণ চাপ দিয়ে ধরে রেখে সেটিকে মার্ক করতে পারেন। এছাড়াও আপনি একটি ক্যালেন্ডার ভিউ পাবেন যা আপনাকে খুব সহজে আপনার সময়সূচি দেখতে সাহায্য করবে।

Google Calendar

আপনি যদি এমন একটি অ্যাপস খুঁজে থাকেন যা শুধুমাত্র আপনার পড়াশোনার সময়সূচিকে সংরক্ষণ করবে না বরং এটি আপনার পুরো দিনের সময়কে সংরক্ষণ করবে তবে Google Calendar অ্যাপসটি আপনার জন্য। এই অ্যাপের মাধ্যমে আপনি একটি ইভেন্ট তৈরি করতে পারবেন, একটি রিমাইন্ডার তৈরি করতে পারবেন, এমনকি একটি লক্ষ্য সেট করতে পারবেন। আপনি আপনার সমস্ত ইভেন্ট রিমাইন্ডার ও লক্ষ্যের জন্য নোটিফিকেশন পেয়ে থাকেন যা এটিকে সহজ টুলে পরিণত করেছে।

Google Calendar সেই সমস্ত ইভেন্ট বা বুকিং গুলোকে সনাক্ত করতে পারে যেগুলোর জন্য আপনি আপনার Gmail একাউন্টে একটি Gmail পেয়েছেন। এইসব ইভেন্ট বা বুকিং গুলোকে এই অ্যাপটি সক্রিয়ভাবে আপনার ক্যালেন্ডারে যুক্ত করতে পারে। যখন আপনি ব্যস্ত থাকেন এবং আপনার কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা তা আপনার মনে থাকে না তখন এই অ্যাপসটি খুব কার্যকর ভূমিকা পালন করে।

এই অ্যাপসটি আপনাকে আরো ভালো পরিকল্পনা করতে সাহায্য করে কেননা আপনি বুঝতে পারেন কোন সময় আপনাকে কোন কাজ করতে হবে এবং একই সময়ে দুটি কাজ করা যাবে না সেটিও আপনি জানতে পারেন। পরিশেষে এই অ্যাপসটি আপনাকে আপনার এন্ট্রিগুলো থেকে অনুসন্ধান করার সুযোগ দেয় এবং এটি ব্যবহার করা সুবিধাজনক ও ঝামেলামুক্ত।

সেরা টাস্ক ম্যানেজার অ্যাপস

প্রায়ই একটি কাজের সময়সীমা শেষ হওয়ার আগেই আমরা ব্যর্থ? ঠিক আছে, আর কোন চিন্তা নেই। এই সমস্যার সমাধানের জন্য আপনার একটি স্মার্ট টাস্ক ম্যানেজার প্রয়োজন। রিয়েল টাইম রিমাইন্ডার এবং কিছু ইনপুট সহ তারা নিশ্চিত করে যে আপনি কেবলমাত্র সময়মতো সব কাজ সম্পন্ন করতে পারবেন তা নয় আপনার উৎপাদনশীলতা ও বৃদ্ধি পাবে

Todoist

যখনই আমি টু-ডু-লিস্ট এবং টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপের কথা চিন্তা করি তখনইপরিচিত নাম আমার মনে পড়ে তা হল "Todoist"। এটি দীর্ঘকাল ধরে কাজ পরিচালনার জন্য উচ্চ রেট যুক্ত অ্যাপ গুলোর মধ্যে একটি। এই অ্যাপসটিতে আমি সবচেয়ে যে জিনিসটা পছন্দ করি তাহলো একটি নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী কাজগুলোকে কাস্টমাইজ করার ক্ষমতা। আপনার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আপনি আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিতে পারবেন।

যাতে করে জরুরী কাজগুলোতে বেশি মনোযোগ দিতে পারেন। নোটিফিকেশন ও নির্দিষ্ট তারিখের মাধ্যমে এই অ্যাপসটি আপনার মন থেকে কোন গুরুত্বপূর্ণ বিষয় সরে যেতে দেয় না। যেহেতু এটি Gmail, গুগল ক্যালেন্ডার, অ্যামাজন এলেক্স এর মত বেশ কয়েকটি অ্যাপের সাথে যুক্ত তাই Todoist আপনার কাজগুলো সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করে।

Microsoft To Do

যদি Todoist একটি বৈশিষ্ট্য সমৃদ্ধ টাস্ক ম্যানেজার হিসেবে দাবি করে তবে মাইক্রোসফটও এর থেকে পিছিয়ে নেই। এটি কাস্টমাইজেশন এর বিকল্পগুলির একটি পরিসর অফার করে যাতে আপনি নিজের ইচ্ছায় আপনার সমস্ত করণীয় নিয়ন্ত্রণ করতে পারেন। এটি নিশ্চিত করে যে আপনি সময় মত একটি নির্দিষ্ট কাজ করতে ভুলবেন না। এই অ্যাপে একটি built-in calendar রয়েছে। যাতে আপনি আপনার ইভেন্ট গুলোর পরিকল্পনা করতে পারেন এবং সহজে সেগুলোর উপর নজর রাখতে পারেন শুধু তাই নয় এই অ্যাপসে অনেকগুলো রঙিন থিম ব্যবহার করা হয়েছে যা আপনার কর্মকাণ্ড গুলোকে দুর্দান্ত চেহারা দিতে সক্ষম।

Any.do

এই টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপটি এমন সব লোকদের জন্য যারা প্রায়ই সময়সূচির অভাবে হাতে থাকা কাজগুলো করতে ব্যর্থ হন। Any.do একটি একক অ্যাপে টাস্ক ম্যানেজার, ক্যালেন্ডার এবং নোটিফিকেশন একত্রিত করে। এই অ্যাপটি আপনাকে অন্যদের সাথে আপনার টাস্ক লিস্ট শেয়ার করার অনুমতি দেয় যাতে করে আপনি পড়াশুনায় সাহায্য পেতে পারেন।

আপনি অ্যাপের ড্যাশবোর্ডে রিমাইন্ডার এবং অন্যান্য ইভেন্ট গুলো পেতে হোয়াটসঅ্যাপ,স্ল্যাক এবং অন্য ম্যাপের সাথে সংযুক্ত করতে পারেন। অধিকন্তু ছাত্ররা তাদের মেইলবক্স থেকে সরাসরি do@any.do এ ফরওয়ার্ড করতে পারে। এই অ্যাপসটি সেই সকল ছাত্রের জন্য যারা অনেক ব্যস্ত থাকে।

সেরা নোট-টেকিং অ্যাপ

এখন আপনার সবকিছু পরিকল্পনা করা আছে। এখন সময় পদক্ষেপ নেওয়ার। একটি লেকচার থেকে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করার কথা তা হলো সঠিক নোট নেওয়া। আপনার ল্যাপটপ হচ্ছে আপনার সেরা বন্ধু কিন্তু অনেক সময় আপনাকে দ্রুত কিছু পয়েন্ট লিখতে হবে। সেই সময় আপনার ল্যাপটপ বের করার উপযুক্ত সময় নয়। এটি করা সর্বোত্তম উপায় হলো আপনার স্মার্টফোনে সেই পয়েন্টগুলো নোট করা। তাই আমি কয়েকটি নোট নিয়ে কাজ করেছি এবং নিচের নোটগুলোকে সেরা মনে করেছি।

OneNote

একই OneNote যেটি আপনার কম্পিউটার নিতে পছন্দ করেন সেটি আপনার স্মার্টফোনেও ব্যবহার করতে পারেন। যেহেতু নোটগুলো সিনক্রোনাইজ করা হয়েছে তাই আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি যে ডিভাইস ব্যবহার করছেন তাতে সেই নোটগুলো সহজলভ্য হবে। আপনি অ্যাপে যেসব সুবিধা পাবেন তার বেশিভাগের সাথেই আপনি পরিচিত যদি আপনি আগে এই অ্যাপটি ব্যবহার করে থাকেন।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি না আপনি একটি মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে সাইন ইন করেন তাহলে শুধুমাত্র আপনি একটি দ্রুত নোট নিতে পারবেন। এখানে কোন সিনক্রোনাইজেশন কাজ করবে না। এতে আপনি আপনার নোটগুলি সংগঠিত করতে বিভিন্ন নোটবুক তৈরি করতে পারেন এবং আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারেন।

একটি নোটে আপনি বিভিন্ন পৃষ্ঠা তৈরি করতে পারেন যেখানে ভার্চুয়াল কিবোর্ড এর সাহায্যে আপনি লিখতে পারেন, ছবি দিতে পারেন, একটি ভয়েস রেকর্ডিং যোগ করতে পারেন, আপনার আঙ্গুল ব্যবহার করে আঁকতে পারেন। এই অ্যাপসটি আপনাকে আপনার নির্দিষ্ট নোট খুজে পেতে সাহায্য করে থাকে

Google Keep

আপনি যদি ছোট নোট নিতে চান তাহলে Google Keep আপনার জন্য ভালো। তবে আপনি যদি বড় নোট নিতে চান তাহলে এখনো আপনাকে আমি OneNote ব্যবহার করার পরামর্শ দিবো। Google Keep এর সাহায্যে আপনি একটি সাধারণ নোট নিতে পারবেন। এতে আপনি OneNote এর মত সব কিছু যোগ করতে পারবেন। আপনার এমন কিছু নোট থাকতে পারে যেগুলো আপনি প্রতিবার অ্যাপ খুললে দেখতে চান না আবার মুছে ফেলতেও চান না।

সে ক্ষেত্রে আপনি সেই নোটগুলোকে সংরক্ষণ করতে পারেন এবং সেগুলোকে মূল পেজ থেকে সরিয়ে রাখতে পারেন। যেই নোটগুলি আপনি মুছে ফেলবেন সেই নোটগুলি প্রথমে ট্রাশে এ যাবে এবং চিরতরে চলে যাওয়ার আগে সেখানে ৭ দিন অবস্থান করবে। আপনি আপনার নোটগুলো রিমাইন্ডার সেট করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার নোট আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

Evernote

Evernote হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় নোট গ্রহণের অ্যাপ এবং সত্যিই শিক্ষার্থীরা এটি থেকে উপকার পেয়ে থাকে। এসাইনমেন্ট মনে করে দেওয়ার জন্য আপনি একটি তালিকা তৈরি করতে পারেন এবং আসন্ন পরীক্ষা, এসাইনমেন্ট জমা এবং আরো অনেক কিছু সম্পর্কে রিয়েল টাইম বিজ্ঞপ্তি পেতে গুগল ক্যালেন্ডারের সাথে এই অ্যাপটির সংযুক্ত করতে পারেন।

এই অ্যাপে আপনি বিভিন্ন বিষয়ের জন্য নোটবুক তৈরি করতে পারেন। আপনি যদি পড়াশোনার জন্য আইপ্যাড বা অন্য কোন ট্যাবলেট ব্যবহার করে থাকেন তাহলে এই অ্যাপে একটি চমৎকার ইউজার ইন্টারফেস হয়েছে যেখানে আপনি অ্যাপেল পেন্সিল বা অন্য স্টাইলে নোটগুলি টাইপ করার পরিবর্তে লিখতে পারেন। এই অ্যাপে নোট লক করার ব্যবস্থা রয়েছে।

সেরা ওয়ার্ড প্রসেসর অ্যাপ

আপনি একটি প্রতিবেদন লিখছেন কিন্তু এই প্রতিবেদন কে ফরমেটিং করার পর্যাপ্ত ব্যবস্থা একটি নোটে নেই সেই ক্ষেত্রে আপনি একটি ওয়ার্ড প্রসেসর অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন। যা আপনাকে কেবল ফাইলগুলো টাইপ করতে দেয় না সেগুলো ফরম্যাটিং করতেও আপনাকে সাহায্য করে। যদিও এখন অনেক সেরা সেরা রয়েছে তবুও আমি তাদের মধ্যে থেকে সেরা দুটিকে বেছে নিয়েছি।

Google Docs

এটা একটি গুগল পণ্য হওয়ায় Google Docs google ড্রাইভের সাথে যুক্ত থাকার সম্মতি প্রদান করে। আপনি এই অ্যাপে যে কাজ করেন তা রিয়েল টাইমে সংরক্ষিত হয়। তাই আপনাকে সংরক্ষণ করার বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। আপনি এখানে ফ্রন্ট, ফ্রন্ট স্টাইল, ফ্রন্ট সাইজ , টেক্সট কালার, প্যারাগ্রাফ স্পেসিং সহ অনেক ফরমেটিং অপশনের সাহায্যে ফরম্যাট করতে পারেন। নতুন ফাইল তৈরি করাতে পারবেন। আপনি অফলাইনে ব্যবহার করার জন্য ফাইলগুলো সংরক্ষণ করতে এবং তা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন।

Microsoft Word

আপনি যেমন নোট নেওয়ার জন্য আপনার মোবাইল ডিভাইসে OneNote ব্যবহার করতে পারেন তেমনি আপনি ওয়ার্ড প্রসেসর হিসেবে Microsoft Office অ্যাপটিকে ব্যবহার করতে পারেন। আপনি যদি এই আপে আপনার মাইক্রোসফট একাউন্ট দ্বারা সাইন ইন করেন তবে আপনার ডকুমেন্টগুলো OneDrive এ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এখানে আপনি টাইপ করার জন্য একটি সেভ করা ফাইল খুলতে পারবেন অথবা নতুন ফাইল তৈরি করতে পারবেন। মাইক্রোসফট অফিসে ফরমেটিং এর জন্য কোন ভূমিকার প্রয়োজন নেই।

সেরা অভিধান অ্যাপ

অভিধান ছাড়া শিক্ষার্থীর জীবন যেমন অসম্পূর্ণ তেমনি অভিধান অ্যাপের উল্লেখ ছাড়া এই আর্টিকেলটি অসম্পূর্ণ হবে। ডাউনলোড করার জন্য অনেকগুলি অভিধানে রয়েছে। আমি এখানে কেবলমাত্র দুইটি অভিধান অ্যাপের কথা উল্লেখ করেছি। যা শিক্ষার্থীর যে কোন নতুন অর্থ জানার জন্য যথেষ্ট হবে।

Merriam-Webster Dictionary

আপনি একটি অভিযান থেকে যেমন আশা করেন Merriam-Webster Dictionary অ্যাপটি আপনার সকল আশা পূরণ করবে। এই অ্যাপটি আপনাকে শব্দের অর্থ দেখায়। এ ছাড়াও এই অ্যাপের সাহায্যে আপনি একটি শব্দের উচ্চারণ শুনতে পারবেন, কিছু উদাহরণ দেখতে পাবেন এবং শব্দের উৎসের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এই অ্যাপটি আপনার সম্প্রতি অনুসন্ধানকৃত ইতিহাস সংরক্ষণ করে রাখে যাতে আপনি সেগুলো পুনরায় দেখতে পারেন। 

আপনি যদি কোন শব্দের অর্থ মনে রাখা কঠিন মনে করেন তবে ঐ শব্দকে আপনি পছন্দনীয় শব্দ হিসেবে চিহ্নিত করতে পারেন। যা এই অ্যাপের ফেভারিট লিস্টে প্রদর্শিত হবে এবং আপনি যেকোনো সময় তা দেখতে পাবেন। আরো আনন্দের সাথে শেখার জন্য এই অ্যাপসে কিছু শব্দের খেলা রয়েছে। যেগুলো খেলার মাধ্যমে আপনার শব্দভাণ্ডার কে পরীক্ষা করতে পারেন।

Oxford Dictionary of English

অক্সফোর্ড ডিকশনারি iOS এবং অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে জনপ্রিয় অভিধান অ্যাপস গুলোর মধ্যে একটি। এতে প্রায.৩৫০০০০ এর বেশি শব্দ এবং বাক্যাংশ রয়েছে। এই অ্যাপসটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো শব্দের তালিকা সহ নতুন ফোল্ডার তৈরি করার সক্ষমতা যা আপনাকে একটি শক্তিশালী শব্দভাণ্ডার তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়াও এর প্রিমিয়ার মুডে অফলাইনে শব্দ খোঁজা যায়। এতে করে আপনার ইন্টারনেট সংযোগ না থাকলেও আপনার শেখা বন্ধ হয়ে যায় না। আপনি যদি একটি বিশাল অভিধান পেতে চান তবে এই অভিধানটি ডাউনলোড করে নিতে পারেন।

সেরা শেখার অ্যাপস

সব সময় শ্রেণীকক্ষে সবকিছু শেখা সম্ভব নয়। অন্যদিকে বাড়িতে একা একা শেখা বিরক্তিকর হতে পারে। বেশিরভাগ লোকের ক্ষেত্রেই সক্রিয়ভাবে শেখার অন্যতম মাধ্যম হচ্ছে তাদের সহপাঠীদের সাথে শেখা। তাই এখানে একটি অ্যাপ রয়েছে যা আপনাকে সারা বিশ্বে আপনার মত লোকদের সাথে শেখার সুযোগ করে দিয়েছে।

Khan Academy

উৎসাহিত শিক্ষার্থীদের জন্য খান একাডেমী নিঃসন্দেহে iOS এবং অ্যান্ড্রয়েড এর জন্য সেরা এপ্স গুলোর মধ্যে একটি। এটিতে স্পষ্ট ব্যাখ্যা সহ ১০০০০ এর বেশি ভিডিও রয়েছে যাতে আপনি সহজে আপনার আগ্রহের বিষয়ের উপর শিখতে পারেন। এই অ্যাপসটি আপনাকে শেখার জন্য সঠিক দিকনির্দেশনা দিয়ে থাকে। অ্যাপটি ব্যক্তিগত সুপারিশ ও গ্রহণ করে যার কারণে আপনার জ্ঞান বাড়ানোর জন্য যা যা দরকার তার দিকনির্দেশনা এই অ্যাপ থেকে পেয়ে যাবেন।

Google Translate

আপনি কি বহুভাষিক হতে চান বা একটি নতুন ভাষা শিখতে চান তবে "Google Translate" আপনাকে সাহায্য করতে পারে। এই অ্যাপের মাধ্যমে আপনি ১০৩ টি ভাষায় অনুবাদ করতে পারবেন। এছাড়াও এই অ্যাপের সাহায্যে আপনি অফলাইনেও অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়া ভাষা অনুবাদ করতে পারবেন।

এছাড়াও এর আরেকটি সুবিধা হল ডিভাইস ক্যামেরা ব্যবহার করে দ্রুত লেখা অনুবাদ করা যায়। এছাড়াও এই অ্যাপস এ রয়েছে ভয়েস ট্রান্সলেটর। যার সাহায্যে আপনি কথা বলার মাধ্যমে অনুবাদ করতে পারবেন। এতে করে আপনি বিদেশীদের সাহায্যে খুব সহজেই তথ্য আদান প্রদান করতে পারবেন তাদের ভাষা না জানা সত্বেও।

Duolingo

Duolingo হলো এমন একটি অ্যাপ যা শুধুমাত্র আপনার স্মার্টফোনে ব্যবহার করে যে কোন ভাষা শিখতে পারেন। এই অ্যাপসে যে কোন ভাষাকে মজার ছলে শেখানো হয়। ৩০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর সাথে Duolingo হলো সারা বিশ্বের সর্বাধিক ডাউনলোডকৃত স্টাডি অ্যাপসগুলোর মধ্যে একটি। এছাড়াও এখানে বিজ্ঞাপনের ঝামেলা ছাড়া এবং বিনামূল্যে ভাষা শেখা যায়। তবে অতিরিক্ত সুবিধা পেতে এখানে একটি সদস্য পদ কিনতে পারেন। বিদেশে পড়ালেখা করতে ইচ্ছুক এমন ছাত্রদের Duolingo অ্যাপটি সাহায্য করতে পারে।

সেরা ক্লাউড স্টোরেজ অ্যাপস

যেহেতু প্রযুক্তিগত বিশ্ব ধীরে ধীরে ক্লাউড প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে সেহেতু এটিকে আপনি আপনার সুবিধামত ব্যবহার করেন। আপনি ফ্ল্যাটে আপনার সমস্ত নোট এবং ডকুমেন্ট সংরক্ষণ করতে পারেন। এতে করে এটি নিশ্চিত করে যে আপনি সেগুলো যে কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার মূল ডিভাইস আনতে ভুলে গেলেও বিচলিত হবেন না কেননা আপনার সমস্ত নোট এবং ডকুমেন্ট যেকোনো ব্রাউজার ব্যবহার করে এর অ্যাক্সেস পাওয়া যাবে। এখানে কয়েকটি ক্লাউড স্টোরে যে অ্যাপ আছে যা আপনি ব্যবহার করতে পারেন।

Google Drive

আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার হয়ে হন তবে আপনি অবশ্যই গুগল ড্রাইভ ব্যবহার করেছেন। এটার কিছু ছবি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। ক্লাউডে ফাইল এবং ফোল্ডার আপলোড করার পাশাপাশি আপনি অ্যাপস এর মধ্যে সেগুলি তৈরি করতে পারেন। এছাড়াও আপনি ছবি স্ক্যান করতে পারেন এবং সেগুলিকে আপলোড করতে পারেন। গুগল ড্রাইভে "Quick Access" নামে একটি বিভাগ রয়েছে যা আপনার ফাইলগুলোকে স্মার্টভাবে দেখায়। আপনি চাইলে অ্যাপস এর সেটিং এ গিয়ে এটি বন্ধ করতে পারবেন।

Dropbox

গুগল ড্রাইভ এর মত Dropbox আরেকটি দুর্দান্ত ক্লাউড স্টোরেজ অ্যাপ। আপনি যখন এটিতে প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি বিনামূল্যে 2 জিবি স্টোরেজ পাবেন। ডেটা বাড়ানোর আরেকটি উপায় হল আপনার বন্ধুদের আমন্ত্রণ জানানো। আপনার রেফারেন্সের মাধ্যমে যদি কেউ যোগদান করে তাহলে প্রতিটি বন্ধুর জন্য আপনি বিনামূল্যে ১ জিবি অতিরিক পাবেন।

গুগল ড্রাইভ এর মত এতেও আপনি নতুন ফাইল এবং ফোল্ডার তৈরি করতে বা আপলোড করতে পারবেন। ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন। আপনি এটিতে পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। একবার আপনি পাসওয়ার্ড সেট করার পর যদি আপনার মূল ডিভাইসটি হারিয়ে ফেলেন তাহলে ভয় পাওয়ার কোন কারণ নেই কেননা এতে যদি কেউ ১০ বার ভুল পাসওয়ার্ড দেয় তবে এটি আপনার সমস্ত ডেটা মুছে ফেলবে।

সেরা ক্যালকুলেটর অ্যাপস

একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় প্রতিটি সম্ভাব্য চাহিদা পূরণ হওয়ার পর শুধুমাত্র একটি ভালো ক্যালকুলেটর অ্যাপ প্রয়োজন। নিচে দুটি ক্যালকুলেটর অ্যাপস সম্পর্কে বলা হয়েছে। এই ক্যালকুলেটর অ্যাপগুলি কোন সাধারণ ক্যালকুলেটর অ্যাপ নয়।

GeoGebra Graphing Calculator

জ্যামিতি যদি আপনার প্রাধান্য না হয় তবে সমীকরণ থেকে গ্রাম অংকন করা আপনার পক্ষে সত্যিই কঠিন হতে পারে। যদিও আপনার উত্তর গুলি পরীক্ষা করার জন্য অনেকগুলি উপায় রয়েছে। তবে সেগুলি বেশিরভাগই সময় সাপেক্ষ। অন্যদিকে যদি আপনার ডিভাইডে GeoGebra Graphing Calculator ইনস্টল করা থাকে সেই কাজটি আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারেন। আপনি তিনটি অজ্ঞাতমানের সমীকরণ পর্যন্ত এখানে দিতে পারেন এবং এর জন্য গ্রাফটি মাত্র কয়েক সেকেন্ডে তৈরি করা হবে। এছাড়াও আপনি আপনার আঙ্গুল ব্যবহার করে অ্যাপের ভিতরে গ্রাফ আঁকতে পারেন।

RealCalc

যদি আপনি আপনার স্মার্ট ফোনে একটি ভালো বৈজ্ঞানিক ক্যালকুলেটর খুঁজেন যা আপনার স্মার্টফোনের বেশি জায়গা দখল করবে না তাহলে RealCalc অ্যাপটি আপনার ব্যবহার করা উচিত। গণনা, শতাংশ এবং দশমাংশের মতো মৌলিক ক্যালকুলেটর ছাড়াও এটি ত্রিকোণমিতিক ফাংশন, ইউনিট কনভারসেশন, হাইপার্বলিক ফাংশনের মতো বড় বড় অংক ক্যালকুলেট করে থাকে। আপনি এই অ্যাপসে কয়েকটি পরিবর্তনের মাধ্যমে ক্যালকুলেটরের চেহারা পরিবর্তন করতে পারেন।

উপসংহার

একজন শিক্ষার্থী চাইলেই স্মার্টফোনের সাহায্যে তার পড়ালেখাকে আনন্দময় করে তুলতে পারে। এর জন্য তাকে শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহন করতে হবে যে সে কোন ধরনের অ্যাপসে পড়ালেখা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছে। এখানে যে কয়েকটি অ্যাপসের কথা উল্লেখ করা হয়েছে তার সবগুলোই একজন শিক্ষার্থীর পড়াশোনা কে আনন্দদায়ক করে তুলবে। এর ফলে সে খুব দ্রুত যে কোন কিছু শিখতে পারবে।

এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই এটি আপনার আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে তাদের কেউ জানার সুযোগ করে দিন। এই আর্টিকেলটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখা হয়।

comment url