স্ক্রিনশট টেকনিক - গ্রামাটিক্যাল এরর চেকার
আপনি কি স্ক্রিনশট টেকনিক সম্পর্কে জানেন না? তাহলে আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেল করার মাধ্যমে আপনি স্ক্রিনশট টেকনিক সম্পর্কে জানতে পারবেন। মোবাইলে ও কম্পিউটারে স্ক্রিনশট থেকে ব্যবহার করে কিভাবে স্ক্রিনশট নেওয়া হয় সেই সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। এছাড়াও এই আর্টিকেল পড়ার মাধ্যমে আপনি গ্রামাটিক্যাল এরর চেকার সম্পর্কে জানতে পারবেন।
এ আর্টিকেলটি পরে আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। যার মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল বা কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবেন এবং সেগুলো edit করতে পারবেন।
ভূমিকা
আমরা সকলেই মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে থাকি। অনেক সময় আমাদের প্রয়োজনে মোবাইলে বা কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। আমরা মোবাইলে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি জানলেও কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে হয় তার সম্পর্কে তেমন কোন ধারণা রাখি না। এ আর্টিকেলে মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনশট টেকনিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মোবাইলে বা কম্পিউটারের নির্দিষ্ট নিয়মের বাইরেও আমরা বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি। এসব সফটওয়্যার ব্যবহার করে আমরা স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি ঐ স্ক্রিনশটটি edit ও করতে পারি। এছাড়াও আমরা কিভাবে আমাদের পোস্টের ব্যাকরণগত ভুল ও বানান সঠিক করব তারও কিছু সফটওয়্যার রয়েছে। সেগুলো ব্যবহার করার ফলে আমরা খুব সহজেই ভুল বানান কে ঠিক করতে পারি।
স্ক্রিনশট কি
কোন কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে থাকা কন্টেন্ট গুলোকে একটি ইমেজের মাধ্যমে উপস্থাপন করাকে স্ক্রিনশট বলে। কাউকে দেখানোর জন্য অথবা অন্য কোন কাজের জন্য কম্পিউটার কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে যা দেখা যায় তার ইমেজ নেওয়ায় হলো স্ক্রিনশট।
স্ক্রিনশট সফটওয়্যার
আমাদের সবারই কমবেশি স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে। কেননা অনেক সময় ওয়েবসাইটে/ফেসবুকে/মোবাইল বা কম্পিউটারের অ্যাপসে বিভিন্ন ধরনের তথ্য স্ক্রিনশট দেয়ার প্রয়োজন পড়ে। মোবাইলে কম্পিউটার স্ক্রিনশট দেওয়ার জন্য অনেকগুলো সফটওয়্যার রয়েছে। যেগুলোর মাধ্যমে খুব সহজেই এক ক্লিক করার ফলে স্ক্রিনশট হয়ে যায়। তাই মোবাইল বা কম্পিউটারে স্ক্রিনশট দেয়ার জন্য সেসব সফটওয়্যার ইন্সটল করলে খুব সহজেই স্ক্রিনশট দেয়া সম্ভব।
মোবাইলে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে মোবাইল স্ক্রিনশট দিতে হয়। আমরা সচরাচর সবাই মোবাইলে একটি উপায়ে স্ক্রিনশট দিয়ে থাকি। আর সেটি হল মোবাইলের পাওয়ার বাটন ও ভলিউম বাটন একসাথে প্রেস করার মাধ্যমে। এটি অনেক সুবিধাজনক প্রক্রিয়া। কিন্তু অনেক সময় বিভিন্ন মোবাইলের স্ক্রিনশট পদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়ায় আমরা বুঝতে পারি না কিভাবে স্ক্রিনশট দিতে হয়।
তাই সবচেয়ে সহজ উপায় হলো স্ক্রিনশট দেওয়া যায় এমন সফটওয়্যার ইন্সটল করা। এতে করে আমাদের মোবাইলের স্ক্রিনশট পদ্ধতি যেমনই হোক না কেন আমরা ঐসব সফটওয়্যার এর মাধ্যমে খুব সহজে স্ক্রিনশট দিতে পারবো। নিচে মোবাইল ফোনে ব্যবহার করা যায় এমন চারটি স্ক্রিনশট সফটওয়্যার এর নাম দেওয়া হলো
স্ক্রিনমাস্টার (ScreenMaster)
এটি একটি জনপ্রিয় স্ক্রিনশট সফটওয়্যার। এই সফটওয়্যারটি খুব সহজেই ব্যবহার করা যায় এবং এতে অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এর মাধ্যমে আপনি হাই রেজুলেশনের স্ক্রিনশট নিতে পারবেন। সেই সাথে স্ক্রিনশটটিকে png ফরম্যাটে সেভ করতে পারবেন। স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি এতে edit করতেও পারবেন। এছাড়াও আপনি সেই স্ক্রিনশটের উপর কোন কিছু লেখার প্রয়োজন মনে করলে তা লিখতে পারবেন এবং গুরুত্বপূর্ণ অংশগুলো মার্ক করতে পারবেন।
স্ক্রিনশট ইজি (Screenshort Easy)
স্ক্রিনশট নেওয়ার জন্য এটি আরো একটি জনপ্রিয় সফটওয়্যার। এ সফটওয়্যার এর মূল বৈশিষ্ট্য হলো আপনি স্ক্রিনশট নেওয়ার সময় স্ক্রল করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি অনেক বড় একটি পোস্ট পড়তেছেন। আপনার পুরো পোস্টের স্ক্রিনশট প্রয়োজন।
কিন্তু মোবাইল স্ক্রিনে একসাথে পুরো পোস্ট দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি একটি ব্যবহার করে পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রল করে এরপর এর স্ক্রিনশট নিতে পারবেন। এছাড়াও এখানে স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি স্ক্রিন রেকর্ড করারও সুবিধা রয়েছে।
স্ক্রিনশট টাচ (Screenshot touch)
মোবাইলের আরো একটি জনপ্রিয় স্ক্রিনশট সফটওয়্যার হলো Screenshot touch। এই অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার মোবাইলের Notification Panel-এ আলাদা একটি আইকন ব্যবহার করতে পারবেন। যার সাহায্যে খুব সহজেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন।
উপরে যে কয়েকটি সফটওয়্যার কথা বলা হয়েছে তার সবগুলোই মোবাইল সফটওয়্যার। এগুলো আপনি গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে খুব সহজেই ইন্সটল করতে পারবেন। এই সবগুলো সফটওয়্যার আপনি ফ্রি তে ব্যবহার করতে পারবেন।
কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম
কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি কি বোর্ডের শর্টকাট টেকনিক ব্যবহার করতে পারেন। এর জন্য সর্বপ্রথম আপনাকে কি বোর্ডের Windows Key + Shift Key + S একসাথে চাপতে হবে। এরপর মাউসের বা পাশে চেপে ধরে যে অংশের স্ক্রিনশট নিতে চান সেই অংশটুকু সিলেক্ট করতে হবে। এরপর যদি আপনার কম্পিউটারে নোটিফিকেশন চালু করা থাকে তবে ছোট একটা পপআপ দিয়ে সেভ হওয়া স্ক্রিনশটটি নোটিফিকেশন আকারে দেখাবে।
এছাড়াও সব বোর্ডেই PrtSc নামের একটি স্পেশাল কি থাকে। এর মাধ্যমে আপনি খুব সহজে স্ক্রিনশট নিতে পারবেন। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে আপনি কম্পিউটার স্ক্রিনে থাকা যে কোন স্ক্রিনশট নিতে পারবেন। সফটওয়্যার এর মাধ্যমে স্ক্রিনশট নেওয়ার জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার এর নাম LightShot। এই সফটওয়্যার কি আপনার কম্পিউটারে ইন্সটল দেওয়ার পর এটি hidden icons এ যোগ হবে।
প্রতিবার স্ক্রিনশট নেয়ার সময় ওই সফটওয়্যারে ক্লিক করে নির্দিষ্ট জায়গায় স্ক্রিনশট নেওয়া যাবে। এছাড়াও এই সফটওয়্যার ব্যবহার করে আপনি স্ক্রিনশটটির বিভিন্ন অংশকে মার্ক করতে পারবেন এবং স্ক্রিনশটের উপর কোন কিছু লেখার প্রয়োজন হলে তা লিখতে পারবেন।
গ্রামাটিক্যাল এরর চেকার
আমরা অনেক সময় লেখালেখি করতে গিয়ে ব্যাকরণগত অনেক ভুল করে থাকি এছাড়াও আমরা বানানও ভুল করে থাকি। এসব ভুল আমরা গ্রামাটিক্যাল এরর চেকারের মাধ্যমে ঠিক করতে পারি। তবে বাংলা ও ইংরেজির ভুল চেক করার জন্য আমাদের আলাদা আলাদা পদ্ধতি ব্যবহার করা হয়।
বাংলার ক্ষেত্রেঃ আমরা বাংলা কোন পোস্ট লেখার ক্ষেত্রে অনেক বানান ভুল করে থাকি। যদি আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করে থাকি তবে খুব সহজেই ভুলগুলো ধরা যায়। অভ্র কিবোর্ড ইনস্টল দেওয়ার সাথে সাথে Avro Spell Cheaker নামের একটি সফটওয়্যার ইনস্টল হয়ে যায়।
এতে আমরা যে অংশের বানান ভুল হয়েছে কিনা দেখতে চাই সে অংশটি কপি করে Avro Spell Cheaker এ পেস্ট করলে এই সফটওয়্যারটি আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে এবং ভুলগুলোর উপর ক্লিক করলে তার সঠিক বানান দেখা যাবে। পরবর্তীতে সঠিক বানানটি সিলেক্ট করলে শব্দটি সঠিক হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে।
এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি শুধু একটি বানান নয় ঐরকম সকল বানান একসাথে ঠিক করতে পারবেন। এর জন্য আপনাকে সঠিক বানানটি সিলেক্ট করে Select all এ ক্লিক করতে হবে। তাহলে একসাথে ঐ ভুল বানানটি যত জায়গায় রয়েছে সবগুলো একসাথে ঠিক হয়ে যাবে।
ইংরেজির ক্ষেত্রেঃ ইংরেজির ক্ষেত্রে ব্রাউজারে বানান ভুল ধরা যায়। এক্ষেত্রে ভুল বানানের নিচে লাল দাগ উঠে। যদি সেই ভুল বানানে মাউস পয়েন্টটা নিয়ে যেয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করা হয় তবে ওই রিলেটেড সঠিক বানানগুলো শো করে। সেখান থেকে সঠিক বানানটি সিলেক্ট করলেই ভুল বানানটি সঠিক হয়ে যায়।
এছাড়াও বাংলা ও ইংরেজি ব্যাকরণগত ভুল ও বানান ভুল চেক করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। সেগুলো ব্যবহার করার মাধ্যমেও খুব সহজে আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন।
শেষ কথা
মোবাইলে স্ক্রিনশট দেয়ার ক্ষেত্রে মোবাইলের পাওয়ার বাটন ও ভলিউম বাটন ব্যবহার করাই ভালো। কেননা এটি মোবাইলের নির্দিষ্ট স্ক্রিনশট টেকনিক। যার জন্য এক্সট্রা কোন সফটওয়্যারের প্রয়োজন হয় না। এছাড়াও অনেক মোবাইলে তিনটি আঙ্গুল একসাথে সুইপ করার মাধ্যমেও স্ক্রিনশট নেওয়া যায়। কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে যদি কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় তবে আমরা LightShot সফটওয়্যার ব্যবহার করতে পারি। কেননা এটি ব্যবহার করা অনেক সহজ।
এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে তা আপনার আপনজনদের সাথে শেয়ার করুন। এই আর্টিকেলটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখা হয়।
comment url