OrdinaryITPostAd

মাছের কাঁটা গলায় বিধেছে ? জেনে নিন ১৫টি ঘরোয়া উপায়

প্রিয় পাঠক, মাছ খেতে গিয়ে আপনার কি মাছের কাঁটা গলায় বেঁধেছে? এখন আপনি মাছের কাঁটা নামানোর উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেলে আমরা মাছের কাঁটা কিভাবে খুব সহজে গলা থেকে নামানো যায় তার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব। তাই এ সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
মাছের কাঁটা গলায় বিধেছে ? জেনে নিন ১৫টি ঘরোয়া উপায়
এছাড়াও এই আর্টিকেল পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন মাছের কাঁটা গলায় আটকে গেলে কোন আমল করতে হয়। তাই এই সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ভূমিকা

আমরা বাঙালি জাতি। মাছ আমাদের নিত্যদিনের খাবার। আর এই মাছ খেতে গিয়ে অনেকেরই অসাবধান বসত মাছের কাঁটা গলায় বেঁধে যায়। তবুও মাছ আমাদের সকলের প্রিয় একটি খাবার। মাছের কাঁটা যদি আপনার গলায় বেঁধে থাকে তবে মাছের কাঁটা নরম করতে ভিনেগারের সাহায্য নিতে পারেন।

ভিনেগার পানির সঙ্গে মিশিয়ে খেলে গলার কাঁটা নরম হয়ে যায় এবং খুব সহজে গলা থেকে নেমে যায়। গলায় কাটা বিঁধলে খানিকটা ভাত বা পাউরুটি চটকে ছোট ছোট গোল করে নিতে পারেন এবং পরে এই গোল গুলো এক এক করে সকালে দুপুরে রাত্রিতে গিলে খেতে পারেন। দেখবেন আপনার গলার কাঁটা নেমে গেছে।

তবে যদি কোন কারনে আপনার জানা সমস্ত উপায় অবলম্বন করার পরও মাছের কাঁটা গলা থেকে না নামে তবে অবশ্যই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কেননা দীর্ঘদিন গলায় কাঁটা বেঁধে থাকলে গলায় নানা ধরনের ইনফেকশন তৈরি হয়ে আপনার অনেক ক্ষতি সাধন করতে পারে।

এমনকি ছোট্ট এই কাঁটা থেকে আপনার গলায় ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই একে কখনো অবহেলা করা উচিত নয়। এই আর্টিকেলে আমরা মাছের কাঁটা গলা থেকে নামানোর কিছু উপায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক।

মাছের কাঁটা গলা থেকে নামানোর ঘরোয়া কিছু উপায়

  • খাওয়ার সময় যদি আপনার গলায় মাছের কাঁটা বেঁধে যায় তবে আপনি দেরি না করে সঙ্গে সঙ্গে এক দোলা সাদা ভাত গিলে খান। এতে করে যদি ছোট কাঁটা হয় তবে তা ভাতের সাথে নিচে নেমে যাবে।
  • লবণ মাছের কাঁটা কে নরম করতে সাহায্য করে। তাই গলায় মাছের কাঁটা বাধলে লবণ খাওয়া যেতে পারে। তবে কখনোই শুধু লবণ খাওয়া উচিত নয়। এক্ষেত্রে উষ্ণ গরম পানিতে লবণ গুলিয়ে সেই পানি খেলে আস্তে আস্তে কাঁটা নরম হয়ে নেমে যাবে।
  • বাড়িতে যদি কলা থাকে আর আপনার গলায় যদি মাছের কাঁটা বেঁধে যায় তবে আপনি দেরি না করে একটি সম্পূর্ণ কলা খেয়ে নিন। কেননা কলা খাওয়ার ফলে মাছের কাটা গলা থেকে নেমে যাবে।
  • গলায় মাছের কাঁটা আটকে গেলে আপনি লেবু খেতে পারেন। এক্ষেত্রে লেবুটিকে টুকরো করে কেটে নিন। তারপর এর উপরে লবণ মাখান। এবার এটি চুষে চুষে এর রস খান। দেখবেন কিছুক্ষণের মধ্যে কাঁটা নরম হয়ে নেমে গেছে।
  • গলায় কাটা আটকে গেলে খুব দ্রুত অল্প পরিমান অলিভ অয়েল তেল খেয়ে নিন। কেননা অলিভ অয়েল অন্য যেকোনো তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই এটি খাওয়ার ফলে আপনার গলায় কাটা খুব সহজেই নেমে যাবে।
  • গলায় কাঁটা বেঁধে গেলে এক গ্লাস পানির সাথে দুই চামচ ভিনেগার নিন। এবার সেই ভিনেগার মিশ্রিত পানি খেয়ে নিন। কেননা ভিনেগার গলায় আটকে থাকা মাছের কাঁটাকে নরম করে। তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে খেলে কাঁটা নরম হয়ে সহজেই নেমে যায়।
  • গলায় মাছের কাঁটা আটকে গেলে হাতের কাছে যদি কিছু না পাওয়া যায় তবে বাজার থেকে একটি কোকোকোলা কিনে খান। কারণ কোকোকলা মাছের কাঁটাকে নরম করে গলা থেকে কাঁটাকে নামাতে সাহায্য করে।
  • গলায় কাটা বাঁধলে তৎক্ষণাৎ হালকা গরম পানি করে তাতে লেবু চিপে সেই পানি খেতে পারেন। লেবুতে এসিড থাকার কারণে তা মাছের কাঁটাকে নরম করে ফেলবে এবং খুব সহজেই গলা থেকে নেমে যাবে।
  • শুকনো মুড়ি খেলে গলার কাটা খুব সহজে নেমে যায়। আপনার গলায় যদি মাছের কাঁটা বেঁধে যায় তবে তা নামানোর জন্য আপনি শুকনো মুড়ি খান। এতে করে খুব সহজেই কাঁটা নেমে যাবে।
  • মাছের কাঁটা সাধারণত গলার পেছনে টনসিলের চারপাশে আটকে যায়। এক্ষেত্রে একটু জোরে দুই তিনবার কাশি দিয়ে এ সমস্যা সমাধান করা যেতে পারে।
  • গলায় কাটা আটকে গেলে ভাত ও পাউরুটি একসাথে খান। ভাত ও পাউরুটি একসঙ্গে মিশিয়ে তারপরে ছোট ছোট গ্রাস তৈরি করুন। এবারে একটা একটা করে গ্রাস গিলে ফেলুন। দেখবেন পাউরুটি আর ভাতের গ্রাসের সাথে কাঁটা নেমে যাবে।
  • গলায় কাঁটা বাঁধলে মাখন মাখানো পা রুটি বড় করে কামড় দিয়ে না চাবিয়ে গিলে ফেলতে পারেন। এতে করে গলায় আটকে থাকা কাঁটা সাথে মিশে নেমে যাবে।
  • ক্রমাগত ২/৪ টা কাশি দিলে কফ রিফ্লেক্স এর মাধ্যমে অনেক সময় গলার পেছনে দেয়ালে আটকে থাকা মাছের কাঁটা কাশির জোরে ছুটে গিয়ে সামনে চলে আসে এবং বের হয়ে যায়।
  • উপরের কোন উপাদানই যদি হাতের নাগালে না থাকে তবে বেশি করে পানি খান। পানি খেয়েই গলা থেকে কাঁটা নামানোর চেষ্টা করুন। তবে সবচেয়ে ভালো হয় যদি ঠান্ডা পানি না খেয়ে হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে তা পান করেন। এতে করে কাঁটা নরম হয়ে তাড়াতাড়ি গলা থেকে নেমে যায়।
  • উপরের সবগুলো উপায় অবলম্বন করার পরও যদি গলার কাঁটা না নামে তবে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার আপনার গলার কাঁটা নামানোর ওষুধ দিবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো হবে যদি আপনি হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন।

গলায় মাছের কাঁটা আটকালে যে দোয়া পড়তে হয়

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে জীবনের সকল সমস্যার সমাধান বলে দেওয়া আছে। কেউ যদি ইসলামী শরিয়াহ অনুসারে জীবন যাপন করে এবং সেগুলো মেনে চলে তবে তার জীবনের প্রতিটি বাধা সে খুব সহজে অতিক্রম করতে পারবে।

আমরা মাছের হাতে বাঙালি। তাই আমাদের প্রায়শই মাছ খাওয়া হয়ে থাকে। অনেক সময় তাড়াহুড়া করে মাছ খেতে গিয়ে মাছের কাঁটা গলায় বেঁধে যায়। জীবনে কখনো মাছের কাঁটা গলায় বাঁধেনি এমন মানুষ এই দেশে খুঁজে পাওয়া খুব কঠিন। মাছের কাঁটা গলায় বিধলে ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আমরা পবিত্র কুরআনের নিম্নোক্ত আমলটি করতে পারি।

আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্র হয়ে বিসমিল্লাহ এর সহিত নিম্নোক্ত দোয়াটি পড়ে গলায় ফু দিতে হবে এবং শাহাদাত আঙ্গুল দিয়ে মাছের কাঁটা বাধার স্থানে উপর থেকে নিচের দিকে মালিশ করতে হবে। সেই সাথে যার কাঁটাটি বেঁধেছে তাকে ঢোক গিলতে হবে। তাহলেই ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কাঁটাটি চলে যাবে। দোয়াটি হলো-

আরবি- فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
বাংলা উচ্চারণ- ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’
অর্থ- অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।
                                                                        (সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)

কখন ডাক্তারের কাছে যাবেন

উপরে উল্লেখিত সবগুলো ঘরোয়া উপায় অবলম্বন করার পরও যদি মাছের কাঁটা গলা থেকে না নামে তবে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। কাঁটা যদি আপনার পরিপাকতন্ত্রের অন্য কোথায় আটকে থাকে তবে এটি আপনার জন্য ভয়ংকর বিপদ বয়ে আনতে পারে। এতে আপনার খাদ্যনালীতে ইনফেকশন হতে পারে।

সেই সাথে অনেক সময় এটি আপনার জীবনকে হুমকির মুখে ফেলে দিতে পারে। গলায় কাঁটা বাঁধলে গলা ফুলে যাওয়া, গলা ব্যথা করা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। গলায় কাঁটা মাথার কারণে এসব সমস্যা দেখা দিলে দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। নয়তো এর থেকে বড় ধরনের বিপদ হতে পারে।

লেখকের মন্তব্য

আমরা বাঙালি। তাই আমাদের খাবারের সাথে মাছ অতপ্রোতভাবে জড়িত। আর এই মাছ খেতে গেলে বিভিন্ন সময় অসাবধানতাবশত গলায় মাছের কাঁটা বেঁধে যায়। যদি গলায় মাছের কাঁটা বেঁধে যায় তবে আতঙ্কিত না হয়ে খুব সাবধানতার সহিত উপরে উল্লেখিত উপায় অবলম্বন করে খুব সহজে গলার কাঁটা নামানো যায়।

প্রিয় পাঠক, আমার এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনি এটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনদের মাঝে শেয়ার করুন। যাতে করে তারাও উপকৃত হতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখা হয়।

comment url