সেরা ৮০ টি বেইমান মানুষ নিয়ে উক্তি এবং স্ট্যাটাস
প্রিয় পাঠক, আপনি কি বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছেন? এই আর্টিকেলের মাধ্যমে আমরা বেইমান মানুষ নিয়ে উক্তি ও স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
এছাড়াও এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি বেইমান মানুষ চেনার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই সম্পর্কে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
ভূমিকা
আমাদের চারপাশে বেইমান মানুষের অভাব নেই। যারা আপনার সামনে কথা বলবে এবং আপনার অগোচরে অন্য কথা বলবে। তারা সবসময় নিজের কথা চিন্তা করবে। নিজের ভালোর জন্য অন্য যদি ক্ষতি হয় সেটা করতে হবে দ্বিধাবোধ করবে না। বেইমান মানুষজন সবার সাথে অনেক ভালো মিশে যেতে পারে তাদের স্বার্থ হাসিল করার জন্য।
বেইমান মানুষের যখন আপনাকে প্রয়োজন তখন সে আপনার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু যখনই তার প্রয়োজন শেষ হয়ে যাবে তখনই সে তার আসল রূপে ফিরে আসবে। আপনি তার বিপদে তাকে সাহায্য করলেও সে কখনোই আপনার বিপদে আপনাকে সাহায্য করবে না। কারণ তারা কখনো অন্যের ভালো সহ্য করতে পারেনা।
আমাদের চলতে ফিরতে অনেক লোকের সাথে পরিচয় হয়। এসব লোকের মধ্যে অনেকেই বেইমান থাকে। তাই আমাদের লোক নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে আমরা যেন কোন বেইমান লোকের হাতে না পড়ি এবং তাদের মিষ্টি মিষ্টি কথায় সবকিছু তাদেরকে বলে না দিই। কেননা বেইমান লোক সাপের চেয়েও বিষধর হয়ে থাকে।
বেইমান লোক কারো ভালো দেখলে তার ক্ষতি করার চেষ্টা করে। বেইমান লোক সচরাচর কাছের মানুষ হয়ে থাকে। কেননা কাছের মানুষ ছাড়া খুব সহজে কেউ কারো ক্ষতি করার সাহস পাবে না। তাই আমাদের উচিত বেইমান মানুষ চিনে তার থেকে সব সময় দূরে থাকা। কেননা সে যে কোন সময় ক্ষতি করে দিতে পারে।
বেইমান মানুষ নিয়ে উক্তি
- আমাদের সমাজে অনেক মিথ্যাবাদী মানুষ রয়েছে। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে থাকে। এরা সাধারণত বেইমান বা প্রতারক হয়ে থাকে। মিথ্যা কথায় মানুষদের ভুলিয়ে নিজের স্বার্থ হাসিল করে।
- বেইমান মানুষকে কখনো বিশ্বাস করতে হয় না কেননা তারা সুযোগ পেলেই অন্যের ক্ষতি করে।
- তারা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। অর্থাৎ সামান্য সুযোগ পেলে তারা আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলবে।
- আজকাল অনেক মানুষ রয়েছে যারা ভালো থাকা কেড়ে নিয়ে বলে যায় ভালো থেকো।
- বেইমান মানুষ কখন একজন ভালো বন্ধু হতে পারেনা। কেননা নিজের স্বার্থের জন্য তারা বন্ধুত্বের সম্পর্কের সাথেও বেইমানি করতে দুইবার ভাবে না।
- বেইমান মানুষ পাশে থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ তারা সাথে থাকলে যেকোনো সময় বিপদ আসতে পারে।
- একজনকে ছেড়ে অন্য জনকে ভালো রাখার নাম ভালোবাসা নয়। এটা হলো বেইমানি করা।
- বেইমান মানুষ কাউকে ভালবাসতে পারে না। তারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসার নাটক করে থাকে।
- বিপদে পড়লে বেইমান মানুষ চেনা যায়। তাই বেইমান মানুষ চেনার জন্য জীবনে অন্তত একবার বিপদে পড়ার প্রয়োজন রয়েছে।
- বেইমান মানুষের সবচেয়ে বড় গুণ হলো তারা যে কোন মুহূর্তে তাদের কথা পরিবর্তন করতে পারে।
- বেইমান মানুষের কাছে তাদের নিজের স্বার্থকে সবচেয়ে বড় মনে করে। অন্যের ক্ষতি হলেও নিজের স্বার্থ হাসিল করে।
- বেইমান মানুষের সামনে কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়। কেননা তারা সুযোগ পেলেই সেই দুর্বলতাকে আঘাত করার চেষ্টা করবে।
- মানুষ বেইমানি করলেও সময় কখনো বেইমানি করে না। তাই মানুষকে সময় না দিয়ে নিজে নিজেকে সময় দিতে শিখুন।
- সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো বেইমান ও প্রতারক। কেননা তারা সবসময় অন্যের ক্ষতি করার চেষ্টা করে।
- বেইমান মানুষের কাছে ভালো কিছু আশা করা আর পা বিহীন প্রতিবন্ধীর কাছে জুতা বিক্রি করা সমান কথা।
- বেইমান মানুষ নিজের রক্তের সাথে বেইমানি করতেও সামান্যতম দ্বিধাবোধ করে না।
- বেইমানরা তো পৃথিবীর কীট। তাদের মেরে ফেলা উচিত।
- বেইমান লোকের কখনোই প্রিয়জন হওয়া যায় না বরং তাদের প্রয়োজন হয়েই সারা জীবন থাকতে হয়।
- বেঈমান লোক যতদিন তোমাকে প্রয়োজন হবে ততদিন ব্যবহার করবে তারপর ছুড়ে ফেলে দিবে।
- এরা নিজের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থ নিয়ে চিন্তা করে না। তাদের অনুভূতিকে মূল্য দেয় না।
- বর্তমান পৃথিবীতে বেইমান মানুষই ভালো থাকে আর দিনশেষে ভালো মানুষ গুলো তাদের প্রতারণায় কষ্টে থাকে।
- মন সবচেয়ে বড় বেইমান। কারণ সে বুকের মধ্যে থাকলেও অন্যের জন্য কষ্ট পায়।
- বেইমান মানুষদের যত কিছুই শেখানো হোক না কেন তারা বেইমানি করা ছাড়তে পারবে না।
- এসব মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না বলে তাদের জীবনেও কখনো তারা শান্তি পায় না।
- সবচেয়ে বেশি কষ্ট তখনই লাগে যখন নিজের মানুষ বেইমানি করে।
- বেইমান মানুষ মানবজীবনকে কলঙ্কিত ও কুলুষিত করে।
- বেঈমানদের আলাদা করে ভালো থাকতে বলার প্রয়োজন হয় না কারণ তারা সবসময় কিছু না কিছু নিয়ে ভালোই থাকে।
- যেসব মানুষ অন্যের সুখ কেড়ে নেয় তাদের জীবনেও বেশি দিন সুখ সহ্য হয় না।
- বেইমান মানুষ সর্বদা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। কেননা তারা নিজের ভালোর জন্য অন্যের সাথে বেইমানি করে থাকে।
- কাউকে খুব কষ্ট দিতে চাও? তাহলে তার সাথে বেইমানি করো। দেখবে সে খুব কষ্ট পেয়েছে।
- বেইমান ও স্বার্থপর কখনো অপরিচিত মানুষ হয় না। খুব কাছের মানুষগুলোই বেইমান হয়ে থাকে।
- স্বপ্ন কখনো মানুষের সাথে বেইমানি করে না। বেইমানি করে যারা সেই স্বপ্নটা দেখায় সেইসব মানুষগুলো।
- এরা সুস্থ সুন্দর জীবন যাপন করা মানুষের জীবনে প্রবেশ করে জীবনটাকে নরকে পরিণত করে।
- একজন মানুষ সবকিছু ভুলে গেলেও কখনো সে বেইমানি ও প্রতারণা ভোলে না।
- মানুষ মাত্রই বেইমান। আল্লাহ তা'লা কখনো বেইমানি করে না। তাই কোন কিছু চাওয়ার থাকলে মানুষের কাছে না চেয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত।
- মিথ্যাবাদী বেইমানদের কিছু আশ্চর্য গুণ রয়েছে। তারা হাসতে হাসতে ও মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিতে পারে আবার কাঁদতে কাঁদতে ও মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেয়।
- বেইমানদের ছলনায় পরা উচিত নয়। নয়তো একদিন খুব কষ্ট পেতে হবে।
- বেইমানদের কাছাকাছি থাকার চেয়ে একা একা থাকা অনেক ভালো।
- স্বার্থ ও অর্থ মানুষকে বেইমান করে তোলার পেছনে কাজ করে থাকে। এই দুটার আশায় মানুষ বেইমানি করে থাকে।
- মানুষ ভুল করলে তাকে মাফ করে দেওয়া গেলেও যারা বেইমানি করে তাদের মাফ করে দেওয়া যায় না। কারণ যে একবার বেইমানি করবে সে বারবার বেইমানি করতে পারবে।
- মানুষ বেইমানি করে জানি। কিন্তু এতটা বেইমানি করে তা আমার জানা ছিল না।
- বেইমান মানুষদের সঠিক পথ দেখানো উচিত নয়। কেননা সঠিক পথ জেনে গেলে সে আপনার পথে কাঁটা ছড়িয়ে দিবে।
- বেইমান তো কেবল মানুষই হয়ে থাকে অন্য কোন প্রাণী নয়।
- বেইমান মানুষ উপকার হওয়ার পর ভুলে যাবে আপনি তার জন্য কি করেছেন।
- বেইমান মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন তার স্বার্থ হাসিল হয়ে গেলে সে আপনাকে ছেড়ে চলেই যাবে।
- আপনি যেখানেই যান না কেন দু একজন বেইমান সেখানে থাকবে। তারা না থাকলে ভালো মানুষের কদর থাকত না।
- আমরা সচারচর সেই মানুষটাকে আপন করে নেই যে মানুষটা আমাদের সাথে বেইমানি করে।
- দিনশেষে হেরে যায় সত্যিকারের ভালোবাসা আর জিতে যায় বেইমান মানুষগুলো।
- বেইমানরা কখনোই তাদের অন্যায়ের জন্য অনুশোচনা করে না। বরং তারা তা নিয়ে গর্ববোধ করে।
- বেইমান মানুষের থেকে পোষা কুকুর অনেক ভালো। কারণ কুকুর তার মনিবের বিপদে তাকে সাহায্য করে। কিন্তু বেইমান লোক মানুষকে সাহায্য করে না।
- যদি বেইমানিই করবে... তবে কেন ভালোবেসেছিলে!!!
- বেইমান মানুষ কখনো ভালো হয় না। শুধুমাত্র নিজেদের প্রয়োজনে তাদের রূপ বদলায়।
- কিছু কিছু মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। কারণ তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে।
- বেইমানির প্রতিশোধ একমাত্র বেইমানি করেই নিতে হয়। তাহলে তারা বুঝতে পারে বেইমানি করলে কতটা কষ্ট হয়।
- বেইমানদের দুধ দিয়ে গোসল করালেও তাদের মন কখনো পবিত্র হবে না।
- বেইমানদের তখনই চেনা যায় যখন আপনি বিপদে পড়েন।
- বেইমানদের দ্বিতীয়বার সুযোগ দিতে নেই। কেননা তাদের যতবার সুযোগ দেয়া হবে তারা ততবারই বেইমানি করবে।
- কুকুরের লেজ যেমন সোজা করা যায় না তেমনি বেইমানদের হাজার সুযোগ দিলেও বেইমানি করা থেকে কেউ ফেরাতে পারে না।
- মানুষ মানুষের জন্য হলেও বেঈমানদের জন্য নয়।
- একজন বেইমান মানুষকে আপন করে নেওয়া আর দুধ কলা দিয়ে কাল সাপ পোষা সমান কথা। দুজনেই সুযোগ বুঝে ছোবল মারবে।
- বেইমান মানুষদের যত সাই দিবে তত তারা মাথায় উঠে বসবে এবং একসময় ঘাড়-মটকে দিবে।
- সুসময়ে অনেক মানুষ থাকলেও দুঃসময়ে বেইমান মানুষ চেনা যায়।
- বেইমান কখনো নিজ পর দেখেনা। তারা সুযোগের সন্ধানে থাকে। সুযোগ পেলেই তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে।
- বেইমান মানুষেরা মিথ্যা কথায় আপনাকে ভুলিয়ে রাখে এবং আপনার কাছ থেকে তার স্বার্থ হাসিল করে।
- বেইমান মানুষদের বিশ্বাস করা যেমন বোকামি তেমনি তাদের ক্ষমা করে দেওয়াও এক ধরনের বোকামি।
- সততার পুরস্কার জান্নাত হলেও বেইমানির পুরস্কার জাহান্নাম।
- মানুষের অন্যতম খারাপ বৈশিষ্ট্য হলো বেইমানি করা।
- দুর্ভাগ্য তো আমারই! এতদিন তোমার মত বেইমানের সাথে একসাথে পথ চলতে হয়েছে।
- বেইমান কখনো অতীত নিয়ে চিন্তা করে না। তারা সবসময় মানুষদের ঠকিয়ে কিভাবে তাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায় সেটি চিন্তা করে।
- বেইমানরা কখনো কারো সাথে হারে না। তারা বেইমানি করে হলেও ঠিকই জিতে যায়।
- বেইমানদের ভুলে যাওয়া উচিত। তাদের মনে রেখে নিজের কষ্ট বাড়ানোর কোন মানে হয় না।
- বেইমানকে দেখতে চাও? তবে নিজের দিকে তাকাও। তুমিও নিজের প্রয়োজনে কখনো না কখনো অন্যের সাথে বেইমানি করেছ অথবা একদিন ঠিকই বেইমানি করবে।
- ভালো থাকুক পৃথিবীর সকল বেইমান গুলো।
- যে ঠকে সে বোকা নয়। সে নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয় বরং সে বেইমান।
- বেইমানদের বিচার পৃথিবীতে না হলেও পরকালের ঠিকই আল্লাহ তাআলা তাদের বিচার করবেন।
- মানুষের ভেতরে যদি নূন্যতম বিবেকবোধ থাকে তবে সে কখনো বেইমানি করবে না।
- বেইমানদের সহজে চেনা যায় না। কারণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে।
- বেইমানির চেয়ে চরম অধর্মের আর কিছুই হতে পারে না।
- বেইমানরা কখনোই কারো বিশ্বাসের দাম দিতে জানে না। বরং তারা অসহায় মানুষদের বিশ্বাস নিয়ে খেলে।
- বেইমান মানুষের সাথে সুখে শান্তিতে থাকার চেয়ে একা থাকায় উত্তম।
বেইমান মানুষ চেনার উপায়
আমাদের চলতে ফিরতে অনেক মানুষের সাথেই পরিচয় হয়। তাদের মধ্যে কে ভালো কে মন্দ বোঝার উপায় নেই। তেমনি আমাদের আশেপাশে যেসব বেইমান মানুষ রয়েছে তাদের খুব সহজে চেনা যায় না। কারণ তারা ভালো মানুষের মুখোশ করে থাকে। এই পর্বে আমরা বেইমান মানুষ চেনার কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করব।
- বেইমান মানুষ চেনার সবচেয়ে ভালো উপায় হলো বিপদে পড়া। একমাত্র বিপদে পড়লে বুঝা যায় কে আপনার প্রকৃত বন্ধু। আর কে বেইমান। কারণ বেইমান মানুষ কখনোই আপনার উপকার করবে না।
- যারা বেইমান হয় তাদের চরিত্র ভালো হয় না। বেশিরভাগ চরিত্রহীন মানুষই বেইমান।
- যেসব মানুষ নিজের প্রয়োজনের তাগিদে অন্যদের ঠকিয়ে থাকে সেইসব মানুষ বেইমান হয়ে থাকে। তাদের থেকে দূরে থাকায় উত্তম।
- বেইমান মানুষগুলো অনেক বেশি অহংকারী হয়ে থাকে। তারা সব সময় নিজেকে বড় মনে করে।
- বেইমান মানুষ চেনার জন্য তার উপকার করা জরুরী। কেননা বেইমান মানুষ কখনো উপকারে কৃতজ্ঞতা প্রকাশ করে না। তাই তাদের উপকার করার মাধ্যমে বুঝতে পারবেন সে বেইমান কি না।
- বেইমান মানুষেরা মুখে এক কথা বলে আর কাজের বেলায় অন্যরকম করে। তাদের কথা ও কাজে মিল খুঁজে পাওয়া যায় না।
- বেইমান মানুষ সর্বদা নিজের প্রশংসায় ব্যস্ত থাকে। তারা নিজেদের ভালো প্রমাণ করার জন্য অন্যের নামে দোষারোপ করতেও পিছপা হয় না।
- বেইমান মানুষ চেনার আরেকটি উপায় হলো তার সাথে আর্থিক লেনদেন করা। যদি লেনদেন ঠিকঠাক ভাবে না করে তবে সে বেইমান। তাকে এড়িয়ে চলায় ভালো।
- বেইমান মানুষ সব সময় উঁচু পর্যায়ের মানুষদের সাথে চলাফেরা করে। যাতে করে তাদের কাছ থেকে বেইমানি করে কিছু হাতিয়ে নিতে পারে। তাদের সাথে দুর্বল মানুষের কোন যোগাযোগ থাকে না। কেননা তাদের কাছ থেকে কোন কিছু পাওয়া যাবে না।
- বেইমান মানুষেরা সাধারনত মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে আপন করে নেয় এবং সুযোগ বুঝে তার স্বার্থ হাসিল করে নাই। তার স্বার্থ হাসিল হয়ে গেলে তার কাছে আপনার আর কোন দাম থাকে না।
- যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, বানিয়ে কথা বলে যেন মনে হয় সে সত্যি বলছে তারা বেইমান হয়ে থাকে।
- বেইমান মানুষেরা সর্বদা আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। যাতে করে সে আপনার সাথে খুব সহজেই বেইমানি করতে পারে।
- বেইমান মানুষ কখনোই আপোষ করতে চায় না। সে তার নিজের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকে। এতে অন্যের ক্ষতি হলেও তার কিছু আসে যায় না।
- বেইমান মানুষ খুব সহজেই অন্যদের সাথে মিষ্টি মিষ্টি কথায় মিশে যায়। সেই সাথে তারা বিভিন্ন রকম স্বপ্ন দেখায় তার নিজের স্বার্থ হাসিলের জন্য। এরপর স্বার্থ হাসিল হয়ে গেলে স্বপ্ন ভেঙে দিয়ে চলে যায়।
বেইমান বন্ধু নিয়ে উক্তি
আমাদের বেড়ে উঠার সাথে সাথে জীবনে অনেক বন্ধু সাথে পরিচয় হয়। যাদের আপনি আপনার নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসেন। কিন্তু তাদের বেশিরভাগই বেইমান হয়ে থাকে। তারা আপনার ভালোবাসার মূল্য দিতে জানে না।
- বিপদে পড়লেই আসল বন্ধু ও বেইমান বন্ধু চেনা যায়।
- বেইমান বন্ধুরা সর্বদা আপনার ক্ষতি করার চেষ্টা করে।
- কিছু বন্ধুত্ব তৈরি হয় বেইমানি করার উদ্দেশ্যে। সেসব বন্ধুত্ব বেশি দিন স্থায়ী হয় না।
- বেইমান বন্ধুরা আপনার উপকারের কথা কখনো মনে রাখেনা।
- বেইমান বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো।
- বেইমানের সাথে আর যাই করা যাক বন্ধুত্ব করা যায় না।
- বেইমান বন্ধু কোন স্মৃতি মনে রাখে না।
- এ ধরনের বন্ধুরা অন্যকে বিপদে ফেলে নিজের স্বার্থ লাভ করে থাকে।
- জীবনে অনেক বন্ধু আসে আবার চলে যায় কিন্তু থেকে যায় প্রকৃত সব বন্ধুরা। আর চলে যায় বেইমান বন্ধুগুলো।
- বেইমান বন্ধুরা বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে জানে না।
- বেইমান বন্ধু থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো।
- বেইমান বন্ধু যেকোনো সময় ক্ষতি করে দিতে পারে।
- বেইমান বন্ধুর জন্য নিজের প্রিয়জনকে চোখের সামনে অন্যের হয়ে যাওয়া দেখতে হয়। যা অনেক বেশি বেদনাদায়ক।
বেইমান মানুষ নিয়ে ইসলামিক উক্তি
- বেইমানি করলে মানুষ দুনিয়া ও আখিরাতে দুই জায়গায় লাঞ্ছিত হবে ও শাস্তি ভোগ করবে।
- একজনের গোপন কথা অন্যজনের নিকট প্রকাশ করাও এক ধরনের বেইমানি। এসব মানুষদের আল্লাহতালা শাস্তি প্রদান করবেন।
- যেসব অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন তার মধ্যে একটি হলো বেইমানি করা।
- বেইমান মানুষদের সাথে সম্পর্ক নিরপেক্ষ রাখতে হবে। তাদের অতি ঘনিষ্ঠ হওয়া যাবেনা আবার দূরত্ব বজায় রাখা যাবে না। কেননা তারা যেকোনো সময় ক্ষতি করে দিতে পারে। (ইমাম বুখারী)
- বেইমানদের মূল অস্ত্র হলো মিথ্যা কথা বলা। তারা এর মাধ্যমে যে কোন মানুষের ক্ষতি করে দিতে পারে বা মানুষের হক নষ্ট করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি প্রদান করেছেন।(বুখারি হাদিস -৩৪)।
- ধোঁকা ও প্রতারণা মুমিনের কাজ নয়। এটা মুনাফিকের কাজ। পবিত্র কুরআনে রাব্বুল আলামীন বলেন, মুনাফিকের লক্ষণ তিনটি ১। এক যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। ২। কারো নিকট ওয়াদা করলে সে তা ভঙ্গ করে। ৩। আমানতের খেয়ানত করে। এসব ব্যক্তির থেকে আমাদের দূরে থাকা উচিত।
- পবিত্র কুরআনের সুরা হাশরের ১২ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা বেইমান ও মিথ্যা থেকে দূরে থাকো এবং সত্য ও ন্যায়ের পথে চলো।
- দুনিয়াতে শয়তানের প্ররোচনায় পড়ে অনেকেই মানুষকে ধোঁকা দেয়। কেউ কেউ আবার এই নিচু পর্যায়ের কাজের মধ্যে আনন্দ খুঁজে পায়। (মুসলিম হাদিস -১০২)
- মুমিনদের লক্ষ্য হলো সততা ও না এর মধ্যে অবস্থান করা। বেইমানি করা নয়।
- শত্রুকে ভয় পেয়ো না বরং যে সব বন্ধু তোষামোদ করে তাদের থেকে দূরে থাকো। কেননা শত্রুকে চেনা গেলেও তাদের চেনা যায় না। তারা যে কোন মুহূর্তে ক্ষতি করতে পারে।
- যে বেইমানি করে সে কখনো মুসলিম নয়। কারণ একজন মুসলিম কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না।
শেষ কথা
জীবনে চলতে ফিরতে ভালো খারাপ সব ধরনের মানুষই পাশে থাকবে। তার মধ্যে খুব সতর্কতার সাথে ভালো মানুষ গুলোকে বাছাই করে খারাপ মানুষ গুলোকে ছাটাই করে ফেলতে হবে। কেননা বেইমান মানুষের দ্বারা যে কোন মুহূর্তে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এসব মানুষের থেকে যতটা সম্ভব দূরে থাকায় ভালো।
প্রিয় পাঠক, এই আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই এটি আপনার বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনদের মাঝে শেয়ার করুন। সেই সাথে এই আর্টিকেল সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করব।
আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখা হয়।
comment url