OrdinaryITPostAd

চাপা কষ্টের স্ট্যাটাস - ছেলেদের কষ্টের স্ট্যাটাস

চাপা কষ্টের স্ট্যাটাস

আমরা মানুষের কথাবার্তা, কাজকর্মে বিভিন্ন সময় কষ্ট পেয়ে থাকি। বিশেষ করে নিজের কাছের মানুষ কষ্ট দিলে তা মুখ বুজে সহ্য করা ছাড়া আর কোন উপায় থাকে না। অনেকে আছে যারা তার কষ্টের কথা অন্যজনকে বলে নিজে হালকা হয়। কিন্তু এমন অনেক কষ্ট আছে যেগুলো কাউকে বলা যায় না। সেগুলো মনের মধ্যে চাপা হয়ে থাকে।
চাপা কষ্টের স্ট্যাটাস
কষ্টের মধ্যে দিয়েই আমরা জানতে পারি আমাদের সীমাবদ্ধতা। কষ্ট মানুষের ভিতরে লুকায়িত শক্তিগুলো বাইরে বের করে নিয়ে আসে। কষ্ট মানুষকে শিক্ষা দেয় ধৈর্য ধরতে, লড়াই করতে। কষ্ট একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। তাই কষ্টকে প্রতিবন্ধকতা নয় বরং এটিকে ঢাল হিসাবে ব্যবহার করা শিখতে হবে। এমনই কতিপয় কিছু চাপা কষ্টের স্ট্যাটাস হলো-
  1. বেঁচে থাকা যত সহজ বলে মনে করছো, দুনিয়াটা তার চেয়ে অনেক বেশি কঠিন। এখানে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেয় না।
  2. যন্ত্রণা নামক এক পাথরের নিচে চাপা পড়ে আছে অনেক বছর ধরে।
  3. আমার কষ্ট বুঝি কখনো আর শেষ হবে না।
  4. মৃত্যু শুধু দেহের হয় না বরং আপন জনের কষ্টের কারণে মানুষের দেহের আগে আত্মার মৃত্যু হয়।
  5. তুমি আজকে পেয়েও চলে যাচ্ছো, কিন্তু একদিন এই তুমি আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়বে।
  6. জীবনে অনেক শিক্ষা পেয়েছি, সবচেয়ে বড় শিক্ষা আজ তুমি আমাকে দিলে।
  7. পুরুষ তার শখের নারীর কাছে খুব বেশি কিছু চাইনা। শুধু চাই একটু মানসিক শান্তি ও বিশ্বস্তের হাত।
  8. কেউ দুঃখ দিলে তাকে কষ্ট দিও না। বরং একটু মুচকি হেসে তাকে জানিয়ে দাও তুমি সব সহ্য করতে পারো।
  9. ভুল মানুষের সাথে প্রেম করলে তা আপনার জীবনকে ধ্বংস করে দিবে।
  10. ঐ সময়টায় সে আপনাকে ছেড়ে চলে যাবে যখন দেখবে আপনি তার প্রতি পুরোপুরি আসক্ত।
  11. আগে তোমাকে হারানোর অনেক ভয় করতাম কিন্তু এখন আর ভয় করিনা। কেননা তোমাকে পাওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে।
  12. তোমার সাথে আমার আর কথা হবে না। এটাও কি নিজেকে বোঝানো যায়।
  13. তুমি এতটা পাষাণ তা আমার আগে জানা ছিল না।
  14. মিলিয়ে নিও একদিন ভীষণ মনে পড়বে আমায়। সেদিন তুমি চাইলেও আমাকে পাবে না।
  15. হয়তো তুমি আমাকে ছেড়ে ভালোই থাকবে কিন্তু আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকবো না।
  16. যখন আমার মূল্য কমে যায় তখন নিজের গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয়।
  17. এক সময় ভুলে যাব তোমার স্মৃতি, তোমার মুখ, তোমার সবকিছু। কিন্তু শুধু মনে থাকবে কেউ একসময় জীবনে এসে সবকিছু তছনছ করে দিয়েছে।
  18. "ব্যস্ত আছি" বলে কথা শেষ। ব্যস্ততা মানে কি শুধুই কাজ? আমার জন্য কি একটুও সময় হয় না তোমার।
  19. পছন্দের মানুষ অন্য কাউকে পছন্দ করে এটা জানার পর বেঁচে থাকা অনেক কষ্ট।
  20. ব্যস্ততা দেখিয়ে কথা বলা বন্ধ না করার চেয়ে সরাসরি বলে দিতে পারো যে আমাকে তোমার আর ভালো লাগেনা।
  21. ভালো থাকি বা খারাপ থাকি অভিনয়ের হাসিটা সব সময় মুখে রাখতে পছন্দ করি।
  22. এত অবহেলা করো না এর চেয়ে বড় মেরে ফেলো। এটাই আমার জন্য বেশি সুখকর হবে।
  23. অধিকারের জায়গাটা যেখানে শূন্য সেখানে অভিমান করাটা নেহাত বোকামি।
  24. ব্যস্ত এ শহরে সবাই পাশে আছি বলে সামনে এগিয়ে দেয় কিন্তু প্রয়োজনে কেউ পাশে থাকে না।
  25. ভালবাসতাম বলে আমার জীবনে কোন শব্দ নেই কারণ আমি এখনো তোমাকেই ভালোবাসি।
  26. পৃথিবীটা আজ মিথ্যা মায়ায় ভরা। এখানে সবাই অভিনয় সেরা।
  27. গভীর রাতে যখন চিন্তা করি তখন বুঝি আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই।
  28. মধ্যবিত্ত পরিবারের জন্ম গ্রহণ করে মনে হয় অনেক ভুল করেছি। কেননা বিলাসিতা করতে পারিনা, কারো কাছে হাত বাড়াতেও পারি না।
  29. একসময় খুব ভালো বন্ধুত্ব ছিল। এখন আর কথা নেই, যোগাযোগ নেই। এমনকি বন্ধুত্বটাও নেই। শুধু আছে পুরনো স্মৃতি।
  30. মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ভালো চাকরি না পেলে জীবনটা অনিশ্চিত হয়ে যায়। তখন সবাই কথা শোনায়।
  31. যাকে ছাড়া এক মুহূর্তেও ভালো লাগতো না তাকে আজ বলতে হয় তোমাকে ছাড়াই ভালো আছি।
  32. জীবনটা এমন হয়ে গেছে যেখানে শুধু চিন্তার টেনশন। ভালো কোন কিছুই নেই।
  33. আল্লাহ তুমি বারবার আমাকে একই ভুল না করার তৌফিক দান করো। যেন আমি ভুল থেকে শিক্ষা নিতে পারি।
  34. তুমি তো চলে গিয়ে ভালোই আছো শুধু রেখে গেছো আমার জন্য বুক ভরা কষ্ট।
  35. কথা ছিল যতদিন বাঁচবো একসাথে থাকব। কিন্তু তুমি কথা রাখলে না। তুমি চলে গেলে, ভেঙে দিলে সকল প্রতিশ্রুতি।
  36. আনন্দের দিন এখন শুধুই স্মৃতি। তুমি চলে গেলে সাথে নিয়ে গেলে আমার সব আনন্দ।
  37. তোকে অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিস নি।
  38. তুমি আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারোনি।
  39. তুমি চলে যাওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তেই মৃত্যু যন্ত্রণা ভোগ করছি।
  40. ভেতরে যতই কষ্ট পায় না কেন সেটি কাউকে বুঝতে দিব না। সবকিছু মুখ বুঝে সহ্য করবো।
  41. বাহিরটা সবুজ, ভেতরটা শুষ্ক, এইতো আমার জীবন।
  42. এ জীবনে তুমি নেই তাই আমার আর কিছু চাওয়ারও নেই।
  43. মনের ভেতরের কষ্ট যদি কাউকে বলতে না পারা যায় তবে তা মনকে আরো বেদনা দিতে শুরু করে।
  44. নিজের মনের কষ্টের কথা কাউকে যে বলব আমার তেমন কোন মানুষই নেই।
  45. একাকীত্বের আধারে হারিয়ে যায় জীবনের সকল হাসি-খুশি।
  46. কষ্টের বোঝা মাথায় নিয়ে আর কতদিন এভাবে চলতে হবে তা একমাত্র আল্লাহই জানে।
  47. সব সময় হাসিমুখে থাকি মনের কষ্ট ঢাকতে।

অবহেলার কষ্টের স্ট্যাটাস

অবহেলা শব্দের আভিধানিক অর্থ হলো অবজ্ঞা করা বা পাত্তা না দেওয়া। একজন মানুষ যখন পূর্বের তুলনায় বর্তমানে কম গুরুত্ব দেয় কেবল তখনই অবহেলা শব্দটি ব্যবহৃত হয়। অবহেলা কারো কারো জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ আবার কারা কারা জীবনে তা অভিশাপ। খুব কম মানুষই আছে যারা অবহেলিত হয়ে আরো ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে।

বেশিরভাগ মানুষই অবহেলার কারণে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়। সাধারণত পরিবার ও আপনজনের অবহেলা একজন মানুষকে সবচেয়ে বেশি ব্যথিত করে। যখন প্রিয় মানুষটি অবহেলা করতে শুরু করে তখন আর বেঁচে থাকতে ইচ্ছা করে না। এই পর্বে অবহেলার কষ্টের স্ট্যাটাস নিয়ে আলোচনা করবো। তাই এ সম্পর্কে জানতে সম্পূর্ণ পর্বটি মনোযোগ সহকারে পড়ুন।
  1. যাকে যত বেশি ভালবাসবে, যত্ন নিবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে।
  2. যখন কেউ অবহেলা করে তখন তার সামনে বুক ফুলিয়ে চলাটা অনেক সাহসিকতার বিষয়।
  3. অবহেলা তখনই বোঝা যায় যখন মেসেজ দেখে রিপ্লে না দিয়ে অফলাইন হয়ে যায়।
  4. অবহেলিত হওয়াটা বিনা বৃষ্টিতে ঝড়ের মতো, বিনা অশ্রুতে কান্নার মতো।
  5. পূর্ণিমার চাঁদ হয়ে এসেছিলে তুমি আমার জীবনে, ভালোবেসে জায়গা দিয়েছিলাম আমার হৃদয়ে। প্রতিদান তুমি দিয়ে গেছো আমাবস্যা হয়ে।
  6. অবহেলা পাওয়ার পরেই মানুষ বুঝতে পারে গুরুত্বটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল।
  7. হয়তো একদিন সব ইচ্ছায় পূর্ণ হবে, কিন্তু তুমি ছাড়া এই পৃথিবীটা আমার কাছে মহাশূন্য হয়ে থাকবে।
  8. সবচেয়ে কষ্টের ব্যাপার এই যে যে গতকাল মুখে হাসি ফোটানোর চেষ্টা করতো আজকে সে-ই অবহেলা করে।
  9. অবহেলা মানুষকে শুকনো পাতার মত করে দেয় যার মধ্যে প্রাণের কোন অস্তিত্ব নাই।
  10. বদলাইনি শহর, বদলাইনি শহরের মানুষ শুধু বদলে গেছে আমার প্রিয়তমার মন।
  11. কিছু মানুষের অপেক্ষায় থাকতেও অনেক বেশি ভালো লাগে। সে যতই সে যতই অবহেলা করুক না কেন।
  12. একজন ব্যক্তিকে দুর্বল করতে চাও তবে তার প্রিয়জনকে অবহেলা করতে বল।
  13. কাছে টেনে নিয়ে অবহেলা করার চেয়ে আগেই বলে দিতে পারতে তুমি আমাকে চাওনা। এতে হয়তো কষ্টটা একটু কমই পেতাম।
  14. কখনো যদি অবহেলা বুঝতে পারো ধরে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে। অবহেলায় ভালোবাসার মৃত্যু ঘটে।
  15. তুমি কখনোই বুঝবে না তোমার অবহেলা আমাকে কতটা কষ্ট দেয়।
  16. তোমার অপেক্ষায় পথ চেয়ে থাকি এই মনে, যদি কোনদিন ফিরে আসো আমার মায়ার টানে।
  17. ইতিহাস সাক্ষী, কাউকে অবহেলা করে কেউ কোনদিন ভালো থাকতে পারেনি। তুমিও পারবে না।
  18. সম্পর্ক যখন নতুন হয় তখন কথা বলার জন্য অজুহাত খোঁজে। আর সম্পর্ক যত পুরনো হয় মানুষ তত অজুহাত খোঁজে এড়িয়ে চলার জন্য।
  19. কাউকে অবহেলা করা কতটা কষ্টের সেটা তুমি তখনই বুঝবে যখন তোমাকে কেউ অবহেলা করতে শুরু করবে।
  20. স্বপ্ন ছিল তোমায় নিয়ে গড়বো সুখের দেশ, ছেড়ে তুমি চলে গেলে প্রিয়, স্বপ্ন হলো শেষ।
  21. যেটা সহজে পাওয়া যায় তার প্রতি অবহেলাটাও বেড়ে যায়।
  22. কপালে যদি অবহেলা লেখা থাকে তবে হাজার চেষ্টা করেও গুরুত্ব পাওয়া যায় না।
  23. তোমার জন্য মনের তো আর আজও রেখেছি খুলে, অন্য কারো মায়ায় তুমি আমায় গেছো ভুলে।
  24. তার চেহারাটা ছিল অনেক মায়াবী কিন্তু সে ছিল ছলনাময়ী।
  25. অবহেলা করে কিছুদিন সুখী হতে পারো কিন্তু সারা জীবন শান্তি খুঁজে পাবে না।
  26. মানুষের জীবনে একবারই মরে কিন্তু অবহেলা মানুষকে বারবার মৃত্যু যন্ত্রণা দেয়।
  27. অবহেলা কতটা যন্ত্রনাদায়ক এটা শুধু তারাই বুঝে যারা প্রতিনিয়ত অবহেলিত হয়।
  28. এমন সম্পর্ক না রাখাই ভালো যেখানে ভালবাসার চেয়ে অবহেলা টাই অনেক বেশি।
  29. একটি বাস্তব কথা হলো কোন কিছু পুরনো হলেই অবহেলা বেড়ে যায়। হোক সেটা সম্পর্ক বা অন্য কোন জিনিস।
  30. কেউ কাউকে ভুলে যায় না, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে আর যোগাযোগ রাখে না।
  31. আমি যদি তোমার মত করে তোমাকে অবহেলা করতে পারতাম তাহলে তুমি এর কষ্টটা বুঝতে পারতে।
  32. ভালোবাসি এ কথাটি জানার পরও তুমি আমাকে অবহেলা করছো, এরপরেও আমি তোমাকেই শুধু ভালোবাসি।
  33. ভালোবাসি কথাটি জানার পর এত অবহেলা করবে জানলে ভালোবাসাটা কখনো প্রকাশ করতাম না।
  34. নিজেকে লুকাতে শিখে গিয়েছি এখন আর অবহেলা করে লাভ নেই।
  35. একটি সুসম্পর্ক নষ্ট হতে একজনের অবহেলায় যথেষ্ট।
  36. অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অবহেলা ও ঠিক তেমনি একটি সুসম্পর্ককে নষ্ট করে দেয়।
  37. মানুষ সব সময় ভালোবাসার কাছে হার মানে না, কখনো কখনো প্রিয় মানুষের বিশ্বাস ও অবহেলার কাছে হার মেনে যায়।
  38. অল্প অল্প করে তৈরি হওয়া বিশ্বাস নষ্ট করে দেয় অবহেলা।
  39. পরিবারের অবহেলা সবাইকে দুর্বল করে না, অনেক কেই তা আরো বেশি শক্তিশালী করে তোলে।
  40. তার কি যায় আসে আমার থাকা বা না থাকায়, কেননা তাকে তো অনেক মানুষই ভালোবাসে।
  41. এতটা অবহেলা করোনা প্রিয়, হারিয়ে গেলে খুজে আর পাবে না।
  42. আঘাত পেলে তার সহ্য করা যায়। কিন্তু প্রিয়জনের অবহেলা সহ্য করা যায় না।
  43. তুমি যদি কারো অবহেলা পেয়ে থাকো তবে কখনো নিজের জীবন শেষ করে দিও না। কারণ অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না। এটি ভবিষ্যতে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে।
  44. আপন মানুষের অবহেলা মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। মানুষের বাঁচার শক্তি কেড়ে নেয়। মানুষকে অসহায় করে দেয়।
  45. তুমি যার জন্য আজ আমাকে অবহেলা করছো একদিন সেও ঠিকই তোমাকে অবহেলা করবে।
  46. হ্যাঁ আমি সেই যার অভিমান বোঝার মত কেউ নেই কিন্তু ভুল বোঝার অনেক মানুষই রয়েছে।
  47. শত্রুর আঘাতের চেয়েও প্রিয়জনের অবহেলা অনেক বেশি কষ্টদায়ক। কেননা শত্রুর আঘাত শুধু শরীরে যন্ত্রণা দেয় কিন্তু প্রিয়জনের অবহেলা মনকে ভেঙে ফেলে।
  48. একজন মানুষ তার ভালোবাসার মানুষে সবকিছু সহ্য করতে পারে। পারে না শুধু অবহেলা সহ্য করতে।
  49. মানুষ কখন নিজেকে পরিবর্তন করে জানো? যখন সে অনেক বেশি অবহেলা পায়।
  50. অবহেলা থেকে দূরত্ব করে। বেশিরভাগ মানুষ তার নিজের দোষেই তার প্রিয় জিনিস হারিয়ে ফেলে। কিন্তু কখনোই তারা নিজের দোষ স্বীকার করে না।
  51. মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, যে তাকে অবহেলা করে তার পিছে সে দৌড়ে বেড়ায় আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে।
  52. কেউ চেয়েও হয় না আর কেউ পেয়েও এর গুরুত্ব বোঝেনা।
  53. অবহেলা মানেই জীবন শেষ নয়, হয়তো তুমি একজনের কাছে মূল্যহীন কিন্তু সবার কাছে নয়।
  54. যেখানে রক্তের সম্পর্ক, সেখানে যদি অবহেলা হয়, তাহলে সেটি অনেক তীব্র ও যন্ত্রণাদায়ক হয়।
  55. যারা অভিনয় করে তারাই বেশি ভালোবাসা পায়, আর যারা সত্যি কারের ভালোবাসে তারা শুধু পায় অবহেলা।
  56. অবহেলিত মানুষের হৃদয়ে কতটা কষ্ট লুকিয়ে থাকে তা বাহির থেকে কেউ বুঝতে পারে না। শুধুমাত্র সে নিজেই জানে।
  57. যে তোমাকে গুরুত্ব দেয় তাকে কখনো অবহেলা করো না, তা না হলে দেখবে স্বর্ণ খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলেছ।
  58. কষ্ট তখনই লাগে যখন আপন মানুষগুলো আর আপন থাকে না।
  59. নিজেকে কখনো কারো কাছে খুব বেশি মেলে ধরো না, কেননা এতে সে আরো বেশি অবহেলা করার সুযোগ পাবে।
  60. যার প্রতি এতো খেয়াল সে তুলে দিলো অবহেলার দেয়াল।
  61. অবহেলা একটা মানুষকে শুধু কষ্টই দেয় না বরং অনেক কিছু শিক্ষা দিয়ে থাকে। সেই সাথে মানুষ চিনতেও সাহায্য করে।
  62. শখের নারী আমার ও ছিল, তাকে অনেকবার ভালোবাসি বলার পরও সে অন্য কারো হয়ে গেল।
  63. এত টাকা দাও কেন আমাকে? আমি তো একটু ভালো থাকার আশায় তোমাকে ভালবেসে ছিলাম। তোমাকে বেশি ভালোবাসি বলে এতটা অবহেলা করো আমায়।
  64. আগে ভাবতাম তুমি আমাকে বোঝো কিন্তু এখন দেখছি তুমি আমার চেয়ে আরো ভালো কাউকে খুঁজো।
  65. আমি কতটা নির্লজ্জ তাই না, তুমি বারবার অবহেলা করতে থাকো আর আমি তোমাকে বারবার মেসেজ করতে থাকি।
  66. কপালে সুখ না থাকলে সেই কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে শুধু কপালে ফুলবে, ভাগ্য খুলবে না।
  67. অবহেলা বোঝানোর জন্য মুখের ভাষার প্রয়োজন পড়ে না, ব্যবহারই যথেষ্ট।
  68. দিনশেষে আমিই শূন্য, যাকে চেয়েছিলাম সে অন্য আরেকজনকে নিয়ে পরিপূর্ণ।

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস

একজন মানুষের বেঁচে থাকার জন্য ভালোবাসা পাওয়া জরুরী। কিন্তু এই ভালোবাসা দিয়েই একজন মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়া যায়। ভালবাসার কষ্ট এতটাই গভীর যে এতে উচ্চস্বরে কান্না করতে ইচ্ছা করে না, বরং নিঃশব্দে চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এসব কেউ বুঝতে পারে না। তাই এগুলো প্রকাশ করতে পারেন ভালোবাসার কষ্টের স্ট্যাটাসের মাধ্যমে।
  1. ভালোবাসার কষ্ট সহ্য করতে না পারলে মরে যাব তোমার জন্য, তবুও তোমাকেই ভালোবাসবো।
  2. তুমি বারবার প্রমাণ করেছো তুমি আমার ভালোবাসার যোগ্য নও, কারন তোমার কাছ থেকে কষ্ট ছাড়া আর কিছুই আমার প্রাপ্য নয়।
  3. তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমার কাছে মহা মূল্যবান, তাই তুমি ছেড়ে চলে গেলে সবকিছুই শেষ হয়ে যাবে।
  4. একটা ভুল মানুষকে ভালোবাসার কারণে জীবনের সকল সুন্দর মুহূর্তগুলো অসুন্দর হয়ে যায়।
  5. তুমি হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরেও আমি তোমাকেই চাই।
  6. এখন বুঝতে পারছি আমি তোমার জীবনে শুধুই প্রয়োজন ছিলাম, আজ প্রয়োজন ফুরিয়ে গেছে বলে আমাকে তুমি দূরে ঠেলে দিচ্ছো।
  7. তোমার প্রেমের ফাঁদে পড়ে আমি একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি, কিন্তু কেউ তা জানে না।
  8. তুমি অপেক্ষার মানে কি বুঝবে, যে সত্যিকারের ভালবাসে সেই অপেক্ষা করে।
  9. মনটা আজ ভীষণ ব্যতীত, কিন্তু কার কাছে বলবো? সেই তুমিও তো আমায় ভুল বুঝলে।
  10. হ্যাঁ আমি সত্যিই পাগল, কারণ আমি তাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু সে আমাকে পাত্তা দিতে চায় না।
  11. তুমি কখনোই বুঝবে না আমার নীরবতার ভাষা।
  12. তোমার সাথে গুরুত্বপূর্ণ কোনো কথাই আমার হাসি পায়, তুমি ভাবো আমি মিথ্যা বলছি। কিন্তু মিথ্যা দিয়ে যা শুরু হয় তা কখনোই সুখকর হয় না।
  13. একা থাকতেই বেশি ভালো লাগে, কারণ কেউ তখন আর আমার কষ্ট দেখতে পাই না।
  14. যারা প্রিয় মানুষের কাছ থেকে অনেক কষ্ট পাওয়ার পরও তাকে বুকের মধ্যে আগলে রাখে সেই সব মানুষের জন্মই হয়েছে শুধু অবহেলা পাওয়ার জন্য।
  15. আঁধারে একা একা বসে আছি, কেউ জানে না আমি কাঁদছি।
  16. তোমাকে পাবো না ভেবেও তোমাকে নিয়ে স্বপ্ন দেখা, নিজেকে কষ্ট দেয়া ছাড়া আর কিছুই নয়।
  17. তোমার ভালোবাসা ঠিকই পেতে চাই, কিন্তু ভয় পায় তোমাকে হারিয়ে ফেলার।
  18. দূরত্ব কখনো প্রকৃত ভালোবাসা কমাতে পারেনা, কিন্তু তুমি তো আমাকে সত্যিকারের ভালোবাসোনি, তাইতো দূরত্বের অজুহাত দিচ্ছো।
  19. আল্লাহকে ডাকি, তোমাকে পাওয়ার জন্য। কিন্তু মনে হয় সে আমাকে শুনতে পায় না।
  20. যেখানে চোখের পানিরই কোন দাম নেই, সেখানে ফোনের ভেতরে লুকানো আবেগ মূল্যহীন।
  21. রাতের নিস্তব্ধতায় চোখের জল গড়িয়ে পড়ছে, কিন্তু তুমি বুঝতে পারছ না আমার কষ্ট।
  22. ভালোবাসা মানে কি শুধুই কষ্ট? তোমাকে আমি এত ভালবাসি কিন্তু তুমি আমাকে বুঝোনা।
  23. আজ রাতের গভীরতায় মনে হয় যেন আমার জীবনে আর কোন আলো নেই, যেদিকে দেখি শুধুই অন্ধকার।
  24. তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন, কিন্তু ভাগ্য আমার সাথে নাই। তুমি আজ অন্য কারো।
  25. যখন কোন পুরুষ কোন নারীকে পাগলের মতো ভালোবাসে তখন সেই নারীকে ভাগ্যবতী বলা হয়ে থাকে।
  26. তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিনা, তুমি কখনোই বুঝোনা আমার ব্যথা।
  27. প্রকৃত ছেলেরা কখনো রাজকন্যা খুঁজে না, সে যাকে ভালোবাসে তাকে সে রানীর মতো ধরে রাখে।
  28. তুমি আমার ভাঙ্গা ঘরে চান্দের আলো, তাইতো তুমি চলে গেলে সবকিছুই অন্ধকার।
  29. ভুল তোমারও ছিল, সেটা তুমি উপলব্ধি করনি, রাগ আমারও ছিল যেটা আমি প্রকাশ করিনি।
  30. ভুলে তো আমিও যেতে পারতাম কিন্তু কখনো চেষ্টা করিনি। কেননা আমি তোমাকে ভোলার জন্য ভালোবাসিনি।
  31. তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমায় আর কি কি করতে হবে বলতে পারো?
  32. সময়টা বোধহয় তখনই ভালো ছিল যখন তুমি ছিলে অপরিচিত আর আমি ছিলাম আমার মধ্যে সীমাবদ্ধ।
  33. তোমার ভালোবাসা পেতে হলে বুঝি, সব কিছু ছেড়ে দিতে হবে।
  34. ভালোবাসা আর বেদনা হয়তো ফুল ও ফলের মতো, যা একটি ছাড়া আরেকটি হয় না।
  35. তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা, তাইতো তোমাকে কখনো হারাতে চাই না।
  36. যাকে তুমি সবচেয়ে বেশি ভালবাসবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।
  37. তোমার সাথে কথা বললেই মনটা ভালো হয়ে যায়, তুমি কথা না বললে বাড়ে শুধু কষ্ট।
  38. তোমাকে আমি সবকিছু চিনালাম, শুধু চিনাইতে পারলাম না আমার ভালোবাসা।
  39. তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি, শুধু তুমি আমার পাশে থেকো।
  40. শত অভিযোগ আর কথার আড়ালে আজও আমি ভাবি তুমি কেন হারালে।
  41. ভালোবাসার কষ্টে জর্জরিত, তবু আমি তোমাকে ভালোবাসি।
  42. তোমাকে ভুলিতে যতই চেষ্টা করি ততই মনে পড়ে। তাই তো আর ভুলে যাওয়ার চেষ্টা করি না।
  43. তোমার প্রেমে পড়া প্রেমিক এখন আর নিজের প্রেমেও পড়ে না।
  44. যতই দিন যাক না কেন তোমার যদি ফিরে আসিবার মন চায় তুমি আসতে পারো, সারা জীবন তোমার জন্য আমার মনের দুয়ার খোলা থাকবে।
  45. ভালোবাসা মানে কি আমি আগে বুঝতাম না। তুমি এসে ভালোবাসা শেখালে আর দিয়ে গেলে কষ্ট।
  46. সারাদিন মন খারাপ হয়ে শুয়ে থাকা চাই কিন্তু কমানো যায় না, বিছানায় পড়ে ছটফট করার মত শাস্তি এই দুনিয়াতে আর হয় না।
  47. হারিয়ে ফেলেছি আমি মানসিক শক্তি, তাই তো কারো আলোকিত শহরে আর হাঁটতে চাই না।

ছেলেদের কষ্টের স্ট্যাটাস

ছেলেরা সাধারণত চাপা স্বভাবের হয়। তারা কষ্ট পেলে সেই কষ্ট কখনো কাউকে বলতে চায় না। আবার তারা মেয়েদের মতো জোরে জোরে কান্না করতেও পারেনা। তারা তাদের কষ্টগুলো বুকের জমিয়ে রাখে এবং রাতের আঁধারে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। এই পর্বে ছেলেদের কষ্টের স্ট্যাটাস নিয়ে লিখব। তাই এই পর্বটি পড়লে আপনি ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্ক জানতে পারবেন।
  1. ছেলেদের জীবনে আবেগের কোন মূল্য নেই, দায়িত্বের কাছে সবকিছু বিসর্জন দিতে হয়।
  2. কাউকে আঘাত করা এবং তারপর ক্ষমা চাওয়া হয়তো খুব সহজ, কিন্তু আঘাত পাওয়ার পর ঠিক আছে বলাটা সত্যিই অনেক কঠিন।
  3. মধ্যবিত্ত ছেলেদের জীবন একটি নাটকের ন্যায়, যেখানে পকেটে টাকা নেই, মন ভালো নেই তবুও ভালো থাকার নাটক করতে হয়।
  4. তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে তখন সবাই তোমাকে কষ্ট দিবে, আর যখন তুমি সবাইকে কষ্ট দিতে শুরু করবে তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে। এটাই বাস্তব।
  5. মধ্যবিত্ত ছেলেদের জীবন হলো একটি লটারি যেখানে জেতার চেয়ে হারার সম্ভাবনাই বেশি।
  6. ছেড়ে গিয়েও স্মৃতির পাতার সবটা জুড়ে যে থাকে, অভিশাপ দিলাম আমার স্মৃতি ছাড়াই যেন সে ভালো থাকে।
  7. মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন যেন দূর আকাশের তারা, যেগুলোকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।
  8. মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কান্না করে, আর যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কান্না করে না বরং নিজেকে পাল্টে ফেলে।
  9. বন্ধুদের সাথে আড্ডা দিতে মন চাইলেও পকেটে টাকা না থাকার কারণে তা হয়ে ওঠেনা, এটাই মধ্যবিত্ত ছেলেদের গল্প।
  10. জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো পাওয়া যায় না, কিছু ভুল থাকে যা কখনো সংশোধন করা যায় না, আর কিছু কষ্ট থাকে যা কাউকে কখনো বলা যায় না।
  11. অশ্রু ঢাকতে শেখা, কষ্ট গোপন রাখা, সব সময় হাসিমুখে থাকা, এই অভিনয়ে ছেলেরা যেন পারদর্শী।
  12. ব্যথা সব সময় কান্নাতে প্রকাশ করতে হয় না কখনো কখনো সেটা হাসি দিয়েও প্রকাশ করতে হয়।
  13. যুদ্ধের ময়দানে সবার আগে ছেলেরাই থাকে, কিন্তু যুদ্ধের পরে তাদের ক্ষত কে আর দেখে।
  14. ছেলেদের জীবনের বেশিরভাগ সময় কেটে যায় পড়ালেখায়, আর বাকিটা সময় দায়িত্ব পালনে। নিজের জন্য কোন সময় নেই।
  15. নিজের স্বপ্নের চেয়ে পরিবারের স্বপ্ন বেশি দামি। যা পূরণ করা প্রত্যেক ছেলেরই দায়িত্ব। ছেলেরা কি কখনো নিজের মত বাঁচতে পারে?
  16. পৃথিবীর সব কিছু বুঝতে সময় লাগলেও ভুল বুঝতে এক মুহূর্তই যথেষ্ট।
  17. সফল না হলে সমাজের নানা লোকের নানা তিরস্কার, আর সফল হলেই একাকিত্বের বন্ধনে আবদ্ধ। ছেলেদের জীবনে কি সুখের কোন দরকার নেই?
  18. যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায়, সে বোকা নয়, সে বিশ্বাসী হয়।
  19. ভালোবাসার মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও মধ্যবিত্ত ছেলেদের বাস্তবতা মেনে সেই ইচ্ছাকে কবর দিতে হয়।
  20. অন্তরে ঝড়, মুখে হাসি। এটাই কি ছেলেদের জীবন?
  21. ছেলেরা কখনো ভালোবাসে না, এটি একটি ভুল ধারণা। ছেলেরা ভালবাসে নিঃশব্দে তা সহজে প্রকাশ করে না।
  22. এই সামান্য জীবনে কত শত কাহিনী, আমি থাকতে চেয়েছি সে আমায় রাখেনি।
  23. ফুলের মালা না দিয়ে হাতটা ধরে থাকা এটাই বুঝি ছেলেদের ভালোবাসার নিজস্ব ভাষা।
  24. যেই মসজিদে তোমাকে চেয়েছিলাম, সেখানেই আজ তোমাকে ভুলে যাওয়ার প্রার্থনা করে এলাম।
  25. ভালোবাসার মানুষটিকে সুখী রাখার জন্য নিজে অনেক কষ্ট করে, এটাই ছেলেদের নিঃস্বার্থ ভালোবাসার নিদর্শন।
  26. আমি তোমাকে ভালোবাসি, এই তিনটি শব্দ বলা একজন ছেলের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু তার নিরাপত্তা দেওয়া কি ভালোবাসা প্রমাণ করে না?
  27. স্বপ্ন পূরণে বাধা অনেক। কিন্তু হার মানা চলবে না, জিততেই হবে। তবেই মানুষ সফল বলবে। এটাই ছেলেদের জীবন।
  28. ছেলেদের একটি হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারও কষ্ট।
  29. ছেলেদের জীবনে যুদ্ধ করতে হয় প্রতিদিন। তা সে হোক নিজের সাথে বা পরিস্থিতির সাথে। সেখানে বিশ্রাম কথায়।
  30. ছেলেরা কষ্ট সহ্য করতে জানে, কিন্তু সবার মাঝে তা প্রকাশ করতে জানে না।
  31. সফলতা না আসলেই সমাজে বিচার শুরু। কিন্তু এই সফলতার পথের কাঁটা কেউ দেখেনা।
  32. একজন ছেলে শত কষ্টে থেকেও পরিবারের জন্য হাসিমুখে কাজ করে যায়।
  33. ছেলেদের জীবন এক অলিখিত কবিতা, যেখানে দুঃখের ছন্দে, সুখের তালে।
  34. একজন ছেলে তার কষ্টের কথা শেয়ার করার মত কাউকে সারা জীবনে খুঁজে পাই না।
  35. ছেলেরা ভুল করে, কিন্তু ভালবাসলে তা মন উজার করে ভালবাসে। যা কখনো ভুলার নয়।
  36. ছেলেদের হৃদয়েও কষ্ট আছে, কিন্তু তা প্রকাশ করার সাহস নেই।
  37. ভালোবাসা ভেঙে গেলে বিশ্বাস এর জায়গায় জন্ম নেয় সন্দেহ। তখন ছেলেদের জীবন জাহান্নাম হয়ে ওঠে।
  38. সাপ তার বিষ নিজ দাঁতে রাখে, কুকুর রাখে জিহ্বায়, কাঁকড়া বিছে তার বিষ রাখে লেজে। কিন্তু একমাত্র মানুষই তার বিষ রাখে অন্তরে।
  39. একটুখানি সহানুভূতি, যত্ন। ছেলেরা কেবল ভালোবাসার মানুষের কাছে এটুকুই চায়।
  40. ভালোবাসা পেতে ভাগ্য লাগে, আর আমার তো ভাগ্যই নেই।
  41. ভাগ্যের কাছে নয় ছেলেরা হেরে যায় বিশ্বাসের কাছে।
  42. মন হয়তো তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না।
  43. বৃষ্টির পানিতে মিশে যায় চোখের জল, কিন্তু কেউ বোঝেনা মনের ঝড়।
  44. মাঝে মাঝে মনে হয় ছেলেদের জন্য ভালোবাসাটাও হয়তো শর্তসাপেক্ষ। কেননা প্রিয়জনের অনেক কথার সাথে একমত হতে হয়।
  45. যে আমার কান্নার কারণ খুঁজে না, সে আমাকে হারিয়ে ফেললেও কষ্ট পাবে না।
  46. কাউকে বেশি গুরুত্ব দিলে এক সময় নিজেকেই গুরুত্বহীন হয়ে যেতে হয়।
  47. শুরুতে সবই ভালো লাগে মনে হয় সে অন্যরকম। কিন্তু সময়ের সাথে সাথে সব ভুল ভেঙ্গে যায়, পড়ে থাকে অভিনয়।
  48. যেসব ছেলের বাহিরটা যত সুন্দর তাদের ভেতরটা তত বেশি ক্ষত বিক্ষত।
  49. আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যাবে। আর বিবেক হলো সূর্য যা কখনোই শেষ হবে না। ছেলেরা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করে।
  50. যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায় , সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখা হয়।

comment url