Terms And Conditions

নাহিদ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম

"নিজে জানুন, অন্যকে জানতে সাহায্য করুন।" এই মূল কথাটির উপর ভিত্তি করে আমাদের পথ চলা শুরু হয়েছে। এই ওয়েবসাইটে আর্টিকেলগুলো বিভিন্ন বিষয়বস্তুর উপর লেখা হয়েছে। যেগুলো অনেক গবেষণা ও বিচার-বিশ্লেষণ করে তৈরি। কোন বিষয়ের উপর শুধুমাত্র নিজে জানার মধ্যে কোন সার্থকতা নেই। বরং নিজে জানার পাশাপাশি অন্যদের জানানোর মধ্যে মূল সার্থকতা।

nahidworld.com এই ওয়েবসাইট পরিষেবা ব্যবহার করার পূর্বে অবশ্যই নিচে ক্রল করে পরিষেবার শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। এই শর্তাবলী এবং নীতি ("শর্তাবলী") nahidworld এর মধ্যে এবং আপনার ("ব্যবহারকারী") মধ্যে একটি চুক্তি। এই শর্তাবলী ওয়েবসাইট ব্যবহারের জন্য নিয়ন্ত্রণ করে।

আপনি আমাদের Terms & Conditions অংশটি পড়ে কেবলমাত্র সম্মত হলেই nahidworld সাইটটি ব্যবহার করুন। অন্যথায় সাইটটি ব্যবহার করা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং তা পরিহার করাই আপনার জন্য শ্রেয় হবে।

ব্যবহার

  • ওয়েবসাইটের পোস্টগুলো এবং এই ওয়েবসাইটা আপনারা এমন ভাবে ব্যবহার করবেন যাতে ওয়েবসাইটের কোনভাবেই কোন ক্ষতি না হয়।
  • ব্যবহারকারীরা ওয়েবসাইট ব্যবহার করতে পারে্ন শুধুমাত্র আইনি এবং অনুমোদিত উদ্দেশ্যে।
  • ব্যবহারকারীরা ওয়েবসাইট অন্যদের ক্ষতি করার জন্য অথবা অন্য ওয়েবসাইটের কার্যকারীতা ব্যহত করার জন্য ব্যবহার করতে পারবেন না।
  • ব্যবহারকারীরা ওয়েবসাইট কোন অবৈধ বা ক্ষতিকর সামগ্রী আপলোড করার জন্য ব্যবহার করতে পারবেন না।

শর্তাবলী

  • nahidworld.com ওয়েবসাইটে প্রকাশ করা কোন আর্টিকেল এবং পেজে লেখাগুলো কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • nahidworld.com এই ওয়েবসাইটের অনুমতি ব্যতীত যে কোন কন্টেন্ট, ছবি ও তথ্য/বিনোদন মূলক বিষয়বস্তু অথবা অন্যান্য তথ্য ডাউনেলোড, কপিরাইট বা অন্য কোন উদ্দেশ্য বিষয়বস্তু ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি হিসেবে ধরা হবে।
  • ওয়েবসাইটের আর্টিকেলগুলোর লেখা সম্পূর্ণরূপে কপি করে নিজের নামে আর্টিকেল লেখা থেকে বিরত থাকুন। চেষ্টা করবেন এমনটি না করার। এমনটি কেউ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রয়োগ করা হবে।
  • ব্যবহারকারীরা ওয়েবসাইটের বিষয়বস্তু ব্যবহার করতে পারবে শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যে। ব্যবহাকারীরা ওয়েবসাইটের বিষয়বস্তু অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করার জন্য nahidworld এর কাছ থেকে অনুমোদন নিতে হবে।
  • এই ওয়েবসাইটে আপনাদের সুবিধার ক্ষেত্রে বহিরাগত ওয়েবসাইট অথবা তাদের পরিষেবা গুলোর লিংক থাকতে পারে। যদি থেকে থাকে তাহলে সেগুলো আপনাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। কিন্তু এই ওয়েবসাইটের এডমিন কখনো তৃতীয় পক্ষের সাইটগুলোকে সমর্থন অথবা নিয়ন্ত্রণ করে না।
  • ব্লগ পোস্টে শেয়ার করা প্রত্যেকটি প্রোডাক্ট, অ্যাপ, সমকালীন বিষয় ভিত্তিক টিপস, তথ্য, ট্রিকস নিজ দায়িত্বে ব্যবহার করবেন। কোন ধরণের অনাকাঙ্খিত ক্ষয় ক্ষতির দায়ভার nahidworld বহন করবে না।
  • জনস্বার্থে নয় শুধু মাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনী মূলক পোস্ট প্রকাশ করা যাবে না। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে পোস্ট করা যাবে এবং তা অবশ্যই জনস্বার্থে হতে হবে।
  • আপনি ওয়েবসাইট চ্যানেলের নিরাপত্তা লঙ্ঘন বা লঙ্ঘন করার চেষ্টা করলে আপনার প্রতি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • আমাদের ওয়েবসাইট থেকে কোনো সুবিধা পেতে উপরিউক্ত শর্তাবলী অবশ্যই মেনে চলতে হবে। এই শর্তাবলীর বাইরে কোনো অশালীন, অশ্লীল বা উত্তেজক কাজ করলে এই ওয়েবসাইট থেকে সরাসরি নিষেধাজ্ঞা প্রদান করা হবে।

কপিরাইট নীতি

  • nahidworld এর এই ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্ত্বাধিকারী কেবল মাত্র nahidworld নিজেই। যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ। তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করার ক্ষেত্রে nahidworld এর কাছ থেকে অনুমোদন নিতে হবে।
  • nahidworld এ প্রকাশিত ব্লগপোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ)। মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।
  • তাছাড়াও যদি আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে nahidworld এ প্রকাশ করা হয়ে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না থাকে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তাহলেও ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।

দায়মুক্তি

  • nahidworld ওয়েবসাইটের বিষয়বস্তুর সঠিকতা নিশ্চিত করে না।
  • nahidworld ওয়েবসাইট ব্যবহারের ফলে সৃষ্ট কোন ক্ষতির জন্য দায়ী নয়।
  • ব্যবহাকারীরা ওয়েবসাইট ব্যবহারের সময় সৃষ্ট যেকোন ক্ষতির জন্য নিজেরাই দায়ী।

পরিবর্তন

  • nahidworld যেকোন সময় এই শর্তাবলী পরিবর্তন করতে পারে।
  • পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশ করার পরে কার্যকর হবে।
  • ব্যবহারকারীর ওয়েবসাইট ব্যবহার চালিয়ে গেলে পরিবর্তিত শর্তাবলী মেনে চলতে হবে।

কমেন্ট পলিসি

  • nahidworld এর যে কোনো পোস্টে বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।
  • যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন। যেকোনো আর্টিকেল পড়ে এর সাথে সম্পৃক্ত অতিরিক্ত আরও কিছু জানার থাকলে মন্তব্য করে আপনার জানার আগ্রহ পেশ করতে পারেন।
  • উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করতে পারবেন না।
  • পোস্টের সাথে সম্পর্কহীন এমন বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
  • ইতিপূর্বে কমেন্টকৃত কোনো ব্যক্তিকে আক্রমণ করে কোনো কমেন্ট করা যাবে না।
  • কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  • বাংলাদেশের আইন লঙ্ঘন করে এমন কোনো মন্তব্য করা যাবে না।
  • মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না। মন্তব্য সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না। কোন লিঙ্ক শুধুমাত্র আপনার প্রচারমূলক উদ্দেশ্যে প্রকাশ করা যাবে না।

যোগাযোগ

এই শর্তাবলী সম্পর্কিত যেকোন প্রশ্নের জন্য nahidworld/mdnahidhasan336@gmail.com এ যোগাযোগ করুন।
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি আপনার মূল্যবান মন্তব্যটি এখানে লিখুন। প্রতিটি মন্তব্য গুরুত্ব সহকারে দেখা হয়।

comment url